বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
8.3 C
Toronto

Latest Posts

৪ এপ্রিলের মধ্যে সরকারি কর্মীদের কর্মক্ষেত্রে ফিরতে হবে

- Advertisement -
অন্টারিওর মন্ত্রিপরিষদ সচিব মিশেল ডিইমানুয়েলের মঙ্গলবার পাঠানো এক স্মারকে এমনটাই বলা হয়েছে। তাতে বলা হয়েছে, প্রায় ২৯ হাজার সরকারি কর্মচারি সেচ্ছায় কর্মক্ষেত্রে ফিরতে পারেন

অন্টারিও পাবলিক সার্ভিসের (ওপিএস) কর্মীরা এ সপ্তাহ থেকেই স্বেচ্ছায় সশরীরে কর্মক্ষেত্রে ফিরতে শুরু করবেন। তবে সপ্তাহে তিন দিন সশরীরে কর্মক্ষেত্রে উপস্থিতি ৪ এপ্রিল থেকে শুরু হবে বলে ধারণা করা হচ্ছে।

অন্টারিওর মন্ত্রিপরিষদ সচিব মিশেল ডিইমানুয়েলের মঙ্গলবার পাঠানো এক স্মারকে এমনটাই বলা হয়েছে। তাতে বলা হয়েছে, প্রায় ২৯ হাজার সরকারি কর্মচারি সেচ্ছায় কর্মক্ষেত্রে ফিরতে পারেন। কিন্তু হাইব্রিড ব্যবস্থাটি স্থায়ী নয়। এটা অস্থায়ী হাইব্রিট মডেল। ভবিষ্যতে কাজের ধরণ কেমন হবে তা নিয়ে নেতা, কর্মী ও ইউনিয়নের এজেন্টদের সঙ্গে কাজ চলছে। আমরা এটা করছি ইচ্ছাকৃতভাবে ও সুচিন্তিত পরিকল্পনা অনুযায়ী। আমরা এমন পদ্ধতিতে যাবো যা হবে গ্রহণযোগ্য, টেকসই, ন্যায্য। সেই সঙ্গে অন্টারিওবাসীকে নির্ভর করতে হয় এমন চমৎকার সেবা প্রদানে যাতে আমরা সমর্থ হই।
এ সিদ্ধান্তের প্রভাব সংশ্লিষ্ট মন্ত্রণালয়, এজেন্সি ও করপোরেশনের ৬০ হাজার কর্মীর ওপর পড়বে। এর অর্ধেক কোভিড-১৯ মহামারির দুই বছরে আংশিক বা পুরোপুরি বাড়িতে বসে কাজ করেছেন। প্রায় ২৯ হাজার ওপিএস কর্মী ২০২১ সালের নভেম্বর থেকে পর্যায়ক্রমে কর্মক্ষেত্রে ফিরতে শুরু করেছিলেন। তবে ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ দেখা দেওয়ার পর তা পুরোপুরি থেমে যায়।

- Advertisement -

প্রদেশের পক্ষ থেকে বলা হয়েছে, ৪ এপ্রিল পর্যন্ত ভ্যাকসিনেশনের স্বপক্ষে প্রমাণপত্র প্রদর্শন অথবা ভ্যাকসিন না নেওয়া ব্যক্তিদের ক্ষেত্রে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টিংয়ের প্রথা বলবৎ রাখা হবে।

ডিইমানুয়েল বলেন, কর্মীর ডেস্কের বাইরে সবখানেই মাস্ক পরিধান করতে হবে। প্রদেশব্যাপী মাস্ক পরিধানের বিধান তুলে নেওয়ার আগ পর্যন্ত এটা বলবৎ থাকবে। মহামারিজুড়েই ৩১ হাজার ওপিএস কর্মী সশরীরে কাজ করে গেছেন।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.