বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
7.3 C
Toronto

Latest Posts

হাইড্রো ওয়ানের ১৫৯ মিলিয়ন ডলার মুনাফা

- Advertisement -
হাইড্রো ওয়ান বলেছে, অন্টারিও এনার্জি বোর্ড অনুমোদিত ২০২১ সালে মূল্যহারের কারণে উচ্চ সঞ্চালন ও বিতরণ রাজস্বের ফলে এই উচ্চ রাজস্ব সম্ভব হয়েছে

চতুর্থ প্রান্তিকে ১৫৯ মিলিয়ন ডলার মুনাফার কথা জানিয়েছে হাইড্রো ওয়ান লিমিটেড। আগের বছরের একই প্রান্তিকে মুনাফা হয়েছিল যেখানে ১৬১ মিলিয়ন ডলার।

কোম্পানিটির পক্ষ থেকে বলা হয়েছে, ৩১ ডিসেম্বর সমাপ্ত প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফার পরিমাণ ২৭ সেন্ট, ২০২০ সালের শেষ তিন মাসেও যা একই ছিল। প্রান্তিকটিতে রাজস্ব দাঁড়িয়েছে ৮৬৫ মিলিয়ন ডলার। আগের বছরের একই প্রান্তিকে কোম্পানির রাজস্ব অর্জিত হয়েছিল যেখানে ৮২১ মিলিয়ন ডলার।

- Advertisement -

হাইড্রো ওয়ান বলেছে, অন্টারিও এনার্জি বোর্ড অনুমোদিত ২০২১ সালে মূল্যহারের কারণে উচ্চ সঞ্চালন ও বিতরণ রাজস্বের ফলে এই উচ্চ রাজস্ব সম্ভব হয়েছে। সেই সঙ্গে বিলম্বিত কর আদায়ও এতে ভূমিকা রেখেছে। দ্য কানাডিয়ান প্রেস জানায়, কোম্পানির পরিচালন, রক্ষণাবেক্ষণ ও প্রশাসনিক ব্যয় ২০১০ সালের তুলনায় বেড়েছে। এটা হয়েছে মূলত উচ্চ হারে প্রকল্প অবলোপন, কম বিমা ও উচ্চ করপোরেট সহায়ক ব্যয়ের কারণে।

হাইড্রো ওয়ান হচ্ছে অন্টারিওর সর্ববৃহৎ বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণ কোম্পানি, যার গ্রাহকের সংখ্যা প্রায় ১৫ লাখ।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.