
রানী হিসেবে ৭০ বছর উদযাপনের মধ্য দিয়ে রানী এলিবাথে দ্বিতীয় তার প্লাটিনাম জুবলি শুরু করেছেন। ব্রিটিশ ও কমনওয়েলথের ইতিহাসে তিনিই এখন সবচেয়ে দীর্ঘ সময় মুকুট অলংকৃতকারী রানী। এ উপলক্ষে স্বামরক ডাক টিকিট প্রকাশ করেছে কানাডা পোস্ট।
প্রিন্সেস এলিবাথে কেনিয়ায় অবস্থানকালে ১৯৫২ সালের ৬ ফেব্রুয়ারি রাজা ষষ্ঠ জর্জ মারা যান। এর পরপরই তিনি সিংহাসনের আরোহন করেন। যদিও আনুষ্ঠানিক অভিষেকের জন্য পরের বছর পর্যন্ত অপেক্ষা করতে হয়।
রানী এলিজাবেথ এক বিবৃতিতে বলেছেন, আমার প্লাটিনাম জুবলির বছরে আমি আশা ও সম্ভাবনার দিকে তাকিয়ে আছি। আমরা কতটা কৃতজ্ঞ হতে পারে মহূর্তটি আমাকে সে কথা স্মরণ করিয়ে দিচ্ছে। পরিবারের কাছ থেকে সে সমর্থন আমি পেয়েছি সেজন্য তাদের কাছে কৃতজ্ঞ। প্রিন্স ফিলিপ গত বছর তার মৃত্যুর আগ পর্যন্ত যে সঙ্গ দিয়েছেন তা আমার জন্য আশীর্বাদ। আমার সময় শেষ হলে আমার পুত্র চার্লস রাজা হবে। আমি জানি তাকে ও তার স্ত্রী ক্যামিলাকেও আপনার একই ধরনের সহায়তা যা আমাকে দিয়েছেন। এটা আমার ঐকান্তিক চাওয়া। সময় এলে ক্যামিলা হবেন কুইন কনসোর্ট। কারণ, তিনি তার কাজটা বিশ^স্ততার সঙ্গে করে যাচ্ছেন।
রানীর প্লাটিনাম জুবলি স্মরণ করে রাখতে কানাডা পোস্ট নতুন একটি ডাকটিকিট প্রকাশ করেছে। কানাডার রাষ্ট্রীয় প্রধান হিসেবে রানীর প্রতিকৃতি সম্বলিত ৭০টির বেশি ডাকটিকিট এখন পর্যন্ত প্রকাশ করেছে দেশটি। রানীর কানাডা সফর, ঐতিহাসিক ঘটনা এবং আগের সিলভার, গোল্ডেন ও ডায়মন্ড জুবলি উপলক্ষে এসব স্মারক ডাকটিকিট প্রকাশ করেছে কানাডা পোস্ট। প্লাটিনাম জুবলি উপলক্ষে প্রকাশিত নতুন স্মারক ডাকটিকিটে আর্নল্ড মাচিনের তৈরি রানীর প্রোফাইল দেওয়া হয়েছে।
এ উপলক্ষে গভর্নর জেনারেল মেরি সিমন রানীকে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তিনি বলেছেন, গত ৭০ বছর ধরে রানী সহানুভুতির প্রতীক হয়ে আছেন। অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোও। এক বিবৃতিতে তিনে বলেছেন, কনফেডারেশন হওয়ার পর এই প্রথম কানাডা তাদের সার্বভৌমত্বের প্লাটিনাম জুবলি উদযাপন করতে পারছে। ঐতিহাসিক এ মাইলস্টোন কানাডা, কমনওয়েলথ ও এর জনগণের প্রতি রানীর সেবার প্রতি সম্মান জানাতে আহ্বান জানাচ্ছে।