শনিবার, এপ্রিল ২০, ২০২৪
7.5 C
Toronto

Latest Posts

ইউক্রেনকে কানাডার ১২ কোটি ডলার ঋণ

- Advertisement -
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির ইয়েলেনস্কি

সীমান্তে রাশিয়ার এক লাখ সৈন্য ও শত শত ট্যাংক সমাবেশের মধ্যেই ইউক্রেনের অর্থনীতিকে শক্তিশালী করতে দেশটিকে ১২ কোটি ডলার ঋণ দিয়েছে কানাডা। এজন্য কানাডাকে ধন্যবাদ জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির ইয়েলেনস্কি।

অটোয়ায় ইউক্রেনের দূতাবাসের দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, এই ঋণ দুই দেশের মধ্যকার বিশেষ সম্পর্কের আরেকটি উদাহরণ।

- Advertisement -

কানাডায় ইউক্রেনের চার্জ দ্য অ্যাফেয়ার্স আন্দ্রিল বুকভিচের লেখা বিবৃতিতে বলা হয়েছে, আর্থিক সহায়তা প্রদান, রাশিয়ার আগ্রাসনকে অগ্রহণযোগ্য ঘোষণায় আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করায় কানাডার কাছে কৃতজ্ঞ ইউক্রেন।

ইউক্রেন ও রাশিয়ার বাইরে ইউক্রেনের সবচেয়ে বেশি মানুষ বাস করে কানাডায়। ২০১৬ সালের শুমারিতে সংখ্যাটি ছিল ১৩ লাখ। ইউক্রেন সীমান্তে রাশিয়ার সৈন্য সমাবেশ থেকে ইউরোপে এই ধারণা জন্মেছে যে রুশ অভিযান আসন্ন। যদিও রাশিয়া তা অস্বীকার করেছে।

বুকভিচ তার বিবৃতিতে লিখেছেন, ইউক্রেনের অবকাঠামো লক্ষ্য করে চলমান সাইবার হামলার বিষয়টি বিবেচনায় নিয়ে আমরা কানাডিয়ান এজেন্সির কাছ থেকে এ সংশ্লিষ্ট কারিগরী ও বিশেষজ্ঞ সহায়তা পেলে আমরা তাকে সাধুবাদ জানাবো।

এর আগে শুক্রবার দূতাবাস থেকে একেবারে ভিন্ন ধরনের একটি বিবৃতিতে দেওয়া হয়েছিল। তাতে কানাডার প্রতি ইউক্রেনের সেনাবাহিনীকে অস্ত্র সহায়তার পাশাপাশি রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছিল কানাডায় ইউক্রেনের দূতাবাস। বিবৃতিতে বলা হয়েছিল, রাশিয়ার আগ্রাসনের ঝুঁকিতে থাকায় আমাদের দেশ রক্ষার প্রয়োজন। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র এরইমধ্যে সামরিক সরঞ্জাম পাঠিয়েছে। কানাডাও তা অনুসরণ করলে আমরা তাকে সাধুবাদ জানাবো।

প্রথম বিবৃতিতে আরও বলা হয়েছিল, অপারেশন ইউনিফায়ার নামে পরিচিত কানাডার সামরিক প্রশিক্ষণকে সম্প্রসারণের মাধ্যমে ইউক্রেনের প্রতি অটোয়ার সহায়তা পুনপ্রতিষ্ঠা করা যেতে পারে। কানাডার সশস্ত্র বাহিনীর ২০০ সদস্য ইউক্রেনের সেনাবাহিনীর ৩২ হাজার সদস্যকে ন্যাটোর মানদন্ডে প্রশিক্ষণ দিয়েছেন। মার্চে মিশনটি শেষ হওয়ার কথা।

 

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.