
ওমিক্রন ভ্যারিয়েন্টের মধ্য দিয়েই কোভিড-১৯ মহামারির সমাপ্তি ঘটবে কিনা তা বলা কঠিন বলে মন্তব্য করেছেন কানাডার শীর্ষস্থানীয় চিকিৎসকরা। কিছু স্বাস্থ্য বিশেষজ্ঞের মতে, ওমিক্রন কোভিড-১৯ মহামারিকে এন্ডেমিকে পরিণত করতে পারে। এর অর্থ হলো ভাইরাসের কারণে আর সংক্রমণের ঢেউ আসবে না। এর পরিবর্তে ভাইরাসটি কমিউনিটিতে ছাড়ানোর অব্যাহত রাখলেও তাকে ফ্লুর মতোই ব্যবস্থাপনা করতে হবে।
কানাডার জনস্বাস্থ্য বিভাগের উপ্রধান ডা. হাওয়ার্ড এনজু শুক্রবার বলেন, কবে নাগাদ আমরা হার্ড ইমিউনিটিতে পৌঁছবো তা বলা মুশকিল। এটা নির্ভর করছে ভ্যাকসিনেশন, সুরক্ষা ও জনস্বাস্থ্য পরামর্শগুলোর প্রতি সম্মান প্রদর্শনের ওপর। এগুলো ব্যবহারের মাধ্যমে কানাডিয়ানরা বুঝতে পারবেন মৃত্যু এড়িয়ে কিছু মাত্রায় সংক্রমণকে সঙ্গে নিয়েই সামাজিক কার্যক্রম কিভাবে পরিচালনা করা যায়। সামনের সপ্তাহ অথবা মাসগুলোতে বিষয়টি পরিস্কার হয়ে যাবে।
নোভা স্কশিয়ার রেডিও স্টেশন সিকেবিডব্লিউকে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো শুক্রবার বলেন, কোভিড-১৯ এর ক্ষেত্রে এই গ্রীষ্ম আমাদের জন্য কি বয়ে আনতে যাচ্ছে আমি তা জানি না। আমার মনে হয় ওমিক্রনের অনিশ্চয়তার বিষয়ে আমরা সবাই জানি।
কোভিড-১৯ এর সঙ্গে বসবাস শুরু করার সব ধরনের বৈশিষ্ট ওমিক্রনের মধ্যে আছে বলে জানিয়েছেন চিকিৎসা বিশেষজ্ঞরা। সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা. জেরাল্ড ইভান্স গত সপ্তাহে গ্লোবাল নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, এটা উচ্চ সংক্রামক হলেও কম ক্ষতিকর। এটা দারুণ সমন্বয়। সামনের দিনগুলোতে কানাডায় কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা চূড়ায় পৌঁছাতে পারে বলে জানান তিনি।
কানাডার প্রধান জনস্বাস্থ্য কর্মকর্তা ডা. তেরেসা ট্যাম বলেন, কানাডার কিছু অঞ্চলে ওমিক্রনের সংক্রমণ স্থিতিশীল হতে দেখা যাচ্ছে এবং আগামী কয়েকদিন সংক্রমণ বাড়বে। এর পাশাপাশি আন্তর্জাতিক উপাত্ত বিবেচনায় নিয়ে বলা যায়, অন্যদের মতো আমরাও সংক্রমণ দ্রুত বাড়তে দেখবো এবং এর পর দ্রুত তা কমে আসবে। তবে আমি মনে করি, আরও তথ্য না দেখা পর্যন্ত আমাদের সবারই কিছুটা সতর্ত থাকা দরকার।