মঙ্গলবার, মার্চ ১৯, ২০২৪
-0.9 C
Toronto

Latest Posts

ইরানের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের তাগিদ

- Advertisement -
ছবি/বিবিসি

ইরানের সেনাবাহিনীর হামলায় ভুপাতিত বিমানের নিহত যাত্রীদের পরিবারকে ক্ষতিপূরণের জন্য ইরানের সম্পদ উৎস আগ্রাসীভাবে খুঁজে দেখতে কানাডা ও তার মিত্রদের প্রতি আহ্বান জানানো হয়েছে। দুই বছর আগে বিমানটি বিধ্বস্ত হয়।

এর মধ্যে একটি হচ্ছে ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশনে (আইকাও) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নতুন উপদেষ্টা সালিকে (চেসলি সালেনবার্গার) কাজে লাগানো। এক দশক আগে নিউ ইয়র্কের বাইরে একটি উড়োজাহাজ পানির ওপর নামিয়েছিলেন এই পাইলট।

- Advertisement -

বিষয়টি হলো ২০২০ সালের ৮ জানুয়ারি ইরানের বিপ্লবী গার্ডের হামলায় ভুপাতিত ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের ফ্লাইট ৭৫২ এর নিহত যাত্রীদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া। উড়োজাহাজটিতে থাকা ১৭৬ জন আরোহীর সবাই ওই ঘটনায় প্রাণ হারান। যাত্রীদের বেশিরভাগেরই কানাডা, ব্রিটেন, সুইডেন, আফগানিস্তান ও ইউক্রেনের সঙ্গে সম্পর্ক ছিল।

ওয়াশিংটনভিত্তিক ফাউন্ডেশন ফর ডিফেন্স অব ডেমোক্রেসি বলছে, নিজেদের আকাশসীমা ব্যবহার করতে দেওয়া বাবাদ আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলো থেকে ইরান যে অর্থ পাচ্ছে সেটিকেই লক্ষ্যবস্তুতে পরিণত করা উচিত যুক্তরাষ্ট্রের। এক্ষেত্রে মন্ট্রিয়লভিত্তিক ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশনে নবনিযুক্ত মার্কিন প্রতিনিধি সালেনবার্গারের একটা বড় ভূমিকা রয়েছে।

ফাউন্ডেশনের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট টবি ডারশোভিজ বলেন, ২০২০ সালে এয়ারলিভট রাজস্ব বাবদ ৯ কোটি ৬০ লাখ ডলার হারিয়েছে ইরান। অর্থাৎ ২০১৯ সালের তুলনায় এ বাবদ দেশটির রাজস্ব কমেছে ৫০ শতাংশ। কানাডা ও যুক্তরাজ্যকে সঙ্গে নিয়ে বাইডেন প্রশাসন একটি বিশেষ এসক্রু হিসাব খুলতে পারে যেখানে ইরানের এয়ারলিফটের রাজস্ব জমা হতে থাকবে যতক্ষণ না পর্যন্ত দেশটি আন্তর্জাতিক রীতিনীতি মেনে চলতে রাজি হয়।

সালেনবার্গ মার্কিন বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত পাইলট। ২০০৯ সালে হাঁসের কারণে এয়ারবাস ৩২০ উড়োজাহাজের ইঞ্জিন বিকল হওয়ার পর সালেনবার্গ তা নিরাপদে হাডসন নদীতে নামিয়ে আনার ঘটনা তাকে বিখ্যাত করে তোলে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.