মঙ্গলবার, মার্চ ১৯, ২০২৪
-0.7 C
Toronto

Latest Posts

বাড়ি বিক্রি বেড়েছে ২৮%

- Advertisement -
ছবি/রালফ কেলি, আনসপ্লাশ

টরন্টোতে বাড়ির চাহিদার উত্থান আবাসিক বাড়ি বিক্রিতে রেকর্ড সৃষ্টিতে সহায়তা করেছে। ডিসেম্বরে বিক্রি কম হওয়া সত্ত্বেও ২০২১ সালে রেকর্ড বাড়ি বিক্রি হয়েছে।

টরন্টো রিজিয়নাল রিয়েল এস্টে বোর্ড (টিআরআরইবি) জানিয়েছে, এমএলএস ব্যবস্থাপরা মাধ্যমে ২০২১ সালে রেকর্ড ১ লাখ ২১ হাজার ৭১২টি বাড়ি বিক্রি হয়েছে, ২০১০ সালের তুলনায় যা ২৮ শতাংশ বেশি। এছাড়া ২০১৬ সালের তুলনায় ২০২১ সালে বাড়ি বিক্রি বেড়েছে ৭ দশমিক ৭ শতাংশ। এর আগে ২০১৬ সালে রেকর্ড ১ লাখ ১৩ হাজার ৪০টি বাড়ি বিক্রি হয়েছিল।

- Advertisement -

চাহিদার সঙ্গে নতুন বাড়ির যোগান না বাড়ায় বাড়ির গড় দাম পৌঁছেছে ১০ লাখ ৯৫ হাজার ডলারে। ২০২০ সালে গ্রেটার টরন্টো এরিয়াতে (জিটিএ) বাড়ির গড় দাম ছিল ৯ লাখ ২৯ হাজার ৬৩৬ ডলার।

টিআরআরইবির প্রেসিডেন্ট কেভিন ক্রিগার বলেন, কোভিড-১৯ এর একের পর এক ঢেউ সত্ত্বেও ২০২১ সালে বাড়ির মালিক হওয়ার গতি বেড়েছে রেকর্ড। কর্মসংস্থান ও সুদের অস্বাভাবিক নি¤œ হার বাড়ির বিক্রি বৃদ্ধিতে ভূমিকা রেখেছে।

টরন্টোর ৪১৬ এলাকায় কন্ডোর চাহিদার ওপর ভর করে বাড়ি বিক্রি বেড়েছে ৩৬ দশমিক ৮ শতাংশ। পাশর্^বর্তী গ্রেটার টরন্টো এরিয়ার উপশহর এলাকায় বাড়ি বিক্রি বেড়েছে ২৩ দশমিক ৬ শতাংশ।

টিআরআরইবির প্রধান বিপণন কর্মকর্তা জেসন মার্সার বলেন, নতুন বাড়ির জোগান সেভাবে না থাকায় জিটিএ এবং গ্রেটার গোল্ডেন হর্সসু এলাকায় ২০২১ সালে আবাসন বাজার ছিল বেশ আটোসাঁটো। এর ফলে ক্রেতাদের মধ্যে প্রতিযোগিতা ছিল লক্ষ্যণীয়, যা দাম বৃদ্ধি দুই অংকের ঘরে নিয়ে গেছে। বাড়ির দাম সহনীয় রাখার একমাত্র উপায় হচ্ছে বাড়ির জোগান বাড়ানো।

২০২১ সালের ডিসেম্বরে বাড়ি বিক্রি বেড়েছে ১৫ দশমিক ৭ শতাংশ। মাসটিতে বাড়ি বিক্রি হয়েছে ৬ হাজার ৩১টি। ২০২০ সালের ডিসেম্বরে বিক্রি হয়েছিল যেখানে ৭ হাজার ১৫৪টি বাড়ি। এছাড়া গত ডিসেম্বরে বাড়ির গড় দাম ২৪ দশমিক ২ শতাংশ বেড়ে ১১ লাখ ৬০ হাজার ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে বিক্রির জন্য নতুন বাড়ির তালিকাভুক্তি ১১ দশমিক ৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫ হাজার ১৭৪টিতে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.