মঙ্গলবার, মার্চ ১৯, ২০২৪
-0.9 C
Toronto

Latest Posts

১০ কোটি ৭০ লাখ ডলার ক্ষতিপূরণ

- Advertisement -
ছবি/বিবিসি

দুই বছর আগে ইরানের সেনাবাহিনীর ভুপাতিত করা যাত্রীবাহী জেট বিমানের নিহত ছয় যাত্রীর পরিবারকে ১০ কোটি ৭০ লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দিয়েছেন অন্টারিওর একটি আদালত। গত মে মাসের রুলিংয়ের পর সোমবার এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

অন্টারিও সুপেরিয়র কোর্টের বিচারক এডওয়ার্ড বেলোবাবা তার সিদ্ধান্তে বলেন, ২০২০ সালের ৮ জানুয়ারি ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের ফ্লাইট ৭৫২ এ ইচ্ছাকৃতভাবেই গুলি ছোড়া হয়। এমন এক সময় এটি করা হয় যখন ওই এলাকায় সংঘাত চলছিল। তাই এটা সন্ত্রাসবাদী কাজ, যার ফলে সিভিল মামলা থেকে ইরানের অব্যাহতি পাওয়ার সুযোগ নেই।

- Advertisement -

ওই বিমান দুর্ঘটনায় ১৭৬ যাত্রীর মধ্যে ১০০ জন নিহত হন। এর মধ্যে ৫৫ জন কানাডিয়ান নাগরিক ও ৩০ জন স্থায়ী বাসিন্দা। বেলোবাবা বলেন, আদালত এটা জানে যে, যে ক্ষতিপূরণ ঘোষণা করা হচ্ছে জীবনের বিনিময়ে তা খুবই নগন্য। কিন্তু আর্থিক ক্ষতিপূরণই কেবল দিতে পারে সিভিল কোর্ট।

ক্ষতিপূরণ হিসেবে ৭০ মিলিয়ন ডলার প্রদানের আদেশ দেন বেলোবাবা। বাকি ১০ কোটি ডলার দিতে বলেন শাস্তি হিসেবে। এর সঙ্গে সুদও আছে।

তবে ইরানের কাছ থেকে কিভাবে এ অর্থ সংগৃহীত হবে তাৎক্ষণিকভাবে খোলাসা করা হয়নি। এক সংবাদ সম্মেলনে আদালতের সিদ্ধান্তের বিষয়ে আলোচনা করবেন ভুক্তভোগী পরিবারের আইনজীবী মার্ক আরনল্ড ও জোনাহ আরনল্ড। ক্ষতিপূরণের সিদ্ধান্তকে কানাডার আইনে নজিরবিহীন বলে উল্লেখ করেন আইনজীবীরা।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.