শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
1.6 C
Toronto

Latest Posts

কোভিড নিয়ে হাসপাতালে ভর্তি রোগীদের আলাদা করার উদ্যোগ

- Advertisement -
অন্টারিওর সায়েন্স অ্যাডভাইজরি টেবিলের প্রধান ড. পিটার জুনি

প্রথমবারের মতো হাসপাতালে ভর্তি কোভিড-১৯ রোগী ও অন্যান্য রোগীদের আলাদা করার উদ্যোগ নিয়েছে অন্টারিও সরকার। একে একটি ভালো ধারণা বলে মনে করছেন অন্টারিওর সায়েন্স অ্যাডভাইজরি টেবিলের প্রধান ড. পিটার জুনি। সিটিভি নিউজ টরন্টোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এর একটা অর্থ আছে।

ড. পিটার জুনি বলেন, এটা বিভিন্ন ধরনের লোকের উদ্বেগের বিষয়টিতে গুরুত্ব দেওয়া। একইসঙ্গে এটি এপিডেমিওলজিক্যাল বাস্তবতাও। আপনি যদি কমিউনিটিতে সত্যিই উচ্চ হারে সংক্রমণ দেখে থাকেন তাহলে এর কিছু দেখা যাবে হাসপাতালেও।

- Advertisement -

১১ জানুয়ারির উপাত্ত অনুযায়ী, হাসপাতালে ভর্তি ৩ হাজার ২২০ জন কোভিড রোগীর ৫৪ শতাংশ অর্থাৎ ১ হাজার ৭৩৮ জন ভর্তি হয়েছেন কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে। বাকি ৪৬ শতাংশ অর্থাৎ ১ হাজার ৪৮১ জন আক্রান্ত হয়েছেন অন্যান্য সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর।

অন্টারিওর নিবিড় পরিচর্যাকেন্দ্রগুলোতে ভর্তি রোগীর সংখ্যা ৪৭৭। এর মধ্যে ৮৩ শতাংশ অর্থাৎ ৩৯৫ জন ভর্তি হন কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার পর। অবশিষ্ট ১৭ শতাংশ অর্থাৎ ৮১ জন আক্রান্ত হন ভর্তি হওয়ার পর।

এ থেকে দেখা যাচ্ছে, অন্টারিওতে কোভিড-১৯ নিয়ে যারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন তাদের উল্লেখযোগ্য সংখ্যক হঠাৎ করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। তবে ঘটনা যাই হোক প্রদেশের স্বাস্থ্য সেবা ব্যবস্থা এর চাপ অনুভব করছে ঠিকই।

পিটার জুনি বলেন, আপনি যখন সংক্রমিত তখন পুরো প্রক্রিয়াটিই পরিবর্তন করতে হয় এবং স্বাস্থ্যসেবা ব্যবস্থার ওপর ভারস্যাম্যহীনভাবে চাপ পড়ে।

স্বাস্থ্যমন্ত্রী ক্রিস্টিন এলিয়ট মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেন, বর্তমানে অন্টারিওতে ৬০০টি আইসিইউ শয্যা রয়েছে। তবে প্রয়োজন হলে শয্য সংখ্যা বাড়ানো হবে। আইসিইউ শয্যায় একজন কোভিড রোগী গড়ে ৭ দিন অবস্থান করে থাকেন। যদিও ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক সংক্রমণের সময় থাকতে হতো গড়ে ২০ দিন।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.