মঙ্গলবার, মার্চ ১৯, ২০২৪
-0.7 C
Toronto

Latest Posts

বড় ভেন্যুতে বড় জমায়েত নিয়ে উদ্বেগে চিকিৎসকরা

- Advertisement -
প্যালিয়েটিভ কেয়ার চিকিৎসক ডা. নাহিদ দোসানি

কোভিড-১৯ এর সংক্রমণ বাড়তে থাকলেও গণ জমায়েতে অন্টারিও অনুমতি দেওয়া অব্যাহত রাখতে পারে, যা জনগণের মধ্যে মিশ্র বার্তা পৌঁছে দিতে পারে। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন গ্রেটার টরন্টো এরিয়ার (জিটিএ) অনেক চিকিৎসক।
স্কশিয়াব্যাংক এরিনায় র‌্যাপটর গেমে হাজারও মানুষকে প্রবেশের অনুমতি দেওয়ার বিষয়টি নিয়ে টুইটারে সমালোচনা করেন বেশ কয়েকজন চিকিৎসক। যদিও জনগণকে র্পাসপরিক দেখাসাক্ষাৎ কম করারা পরামর্শ দেওয়া হয়েছে।

প্যালিয়েটিভ কেয়ার চিকিৎসক ডা. নাহিদ দোসানি টুইটারে লেখেন, যেখানে হাসপাতালে ও নিবিড় পরিচর্যাকেন্দ্রে কোভিড রোগীর সংখ্যা বাড়ছে সেখানে র‌্যাপটরস গেমে অন্টারিও কোন যুক্তিতে ১০ হাজার মানুষকে যেতে দিল সেটা বিস্ময়কর। লং-টার্ম কেয়ার হোমগুলোতেও সংক্রমণ দেকা দিয়েছে এবং আমরা স্কুল বন্ধ করে দেওয়ার কথা গুরুত্বের সঙ্গে ভাবছি।

- Advertisement -

একে স্বাস্থ্যকর্মীদের পেটে আঘাত বলে মন্তব্য করেছেন ইউনিভার্সিটি হেলথ নেটওয়ার্কের চিকিৎসক ডা. অ্যান্ডু বুজারি। একে হতাশাজনক বলে মন্তব্য করেছেন ডা. অমিত আর্য নামে আরেকজন প্যালিয়েটিভ কেয়ার চিকিৎসক।

ক্রিটিক্যাল কেয়ার চিকিৎসক ডা. মাইকেল ওয়ার্নার সিপি২৪কে বলেন, যখন সশরীরে পাঠ গ্রহণ এখনও অনিশ্চিত ঠিক সেই সময় বিশেষ করে গণ জমায়েতের অনুমতি দেওয়ার বিষয়টি চিন্তা করা বেশ কঠিন। এটা কেবল র‌্যাপটরস গেমের বিষয় নয়, এটা জনগণের মধ্যে কি বার্তা দিচ্ছে সে সংক্রান্ত। আমার মনে হয় এটা সত্যিই বিভ্রান্তিকর।

ওমিক্রনের সংক্রমণ কমানোর অংশ হিসেবে ডিসেম্বরের গোড়ার দিকে বড় ক্রিড়া ও বিনোদন ভেন্যুর ধারণক্ষমতা ৫০ শতাংশে সীমিত করে আনার ঘোষণা দেয়। র‌্যাপটরস গেমের ক্ষেত্রে স্কশিয়াব্যাংক এরিনার ধারণক্ষমতা ১৯ হাজার ৮০০ এবং ম্যাপল লিফস গেমের ক্ষেত্রে ধারণক্ষমতা ১৮ হাজার ৮০০। ভেন্যুতে প্রবেশের ক্ষেত্রে দর্শনার্থীকে অবশ্যই দুই ডোজ

ভ্যাকসিন নিতে হবে। যদিও দুই ডোজ ভ্যাকসিন অন্যান্য ভ্যারিয়েন্টের তুলনায় উপসর্গযুক্ত ওমিক্রনের সংক্রমণকে কম সুরক্ষা দেয় বলে জানান স্বাস্থ্য কর্মকর্তারা। বুস্টার ডোজ ভ্যারিয়েন্টটির বিরুদ্ধে সুরক্ষা বাড়াতে পারে। তবে টরন্টোর ভ্যাকসিন গ্রহণে যোগ্য নাগরিকদের মাত্র ৩০ শতাংশ এখন পর্যন্ত তৃতীয় ডোজ ভ্যাকসিন পেয়েছেন।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.