মঙ্গলবার, মার্চ ১৯, ২০২৪
-1.5 C
Toronto

Latest Posts

কানাডায় পুলিশের গুলিবর্ষণের ঘটনা এখনও বেশি

- Advertisement -
কানাডায় পুলিশ কর্মকর্তাদের গুলিবর্ষণের ঘটনা এখনও ঢের বেশি বলেমন্তব্য করেছেন অপরাধ বিশেষজ্ঞরা

পুলিসিংয়ে পরিবর্তনের দাবি সত্ত্বেও কানাডায় পুলিশ কর্মকর্তাদের গুলিবর্ষণের ঘটনা এখনও ঢের বেশি বলে মন্তব্য করেছেন অপরাধ বিশেষজ্ঞরা। ২০২১ সালের ১ জানুয়ারি থেকে ৩০ নভেম্বর পর্যন্ত দায়িত্বরত কানাডিয়ান পুলিশ কর্মকর্তারা ৬৪ জনকে লক্ষ্য করে গুলি ছোড়েন। এর মধ্যে অর্ধেকই প্রাণ হারান এবং সাতজন আহত হন।

ইউনিভার্সিটি অব আলবার্টার অপরাধ বিজ্ঞানের অধ্যাপক টেমিটোপ ওরিয়লা বলেন, সমস্যাটির ধরণ নিয়ে আমি যারপরনাই উদ্বিগ্ন। সমস্যাটি অকাট্য বা স্বাভাবিক নয়।

- Advertisement -

পুলিশ, স্বাধীন তদন্তকারী ইউনিট ও স্বাধীন প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য ব্যবহার করে প্রতিটি গুলিবর্ষণের ঘটনা যাচাই করেছে দ্য কানাডিয়ান প্রেস। তাতে দেখা গেছে, ২০২০ সাল থেকে পরিস্থিতি সামান্যই বদলেছে। যখন বিশ^ব্যাপী পুলিশকে দায়বদ্ধতার আওতায় আনার পাশাপাশি তাদের কাজে অধিকতর স্বচ্ছতার দাবি উঠছে।

২০২১ সালে পুলিশের গুলিবর্ষণের সংখ্যা অনেকটা ২০২০ সালের মতোই। ২০২০ সালে পুলিশের ৬০টি গুলিবর্ষণের ঘটনায় ৩৬ জন নিহত হন। ওই বছর পাঁচটি গুলির ঘটনা ঘটেছিল ডিসেম্বরে এবং টরন্টোতে এক বছর বয়সী একটি শিশু প্রাণ হারিয়েছিল। ওই মাসে ভয়াবহ গুলিবর্ষণের ঘটনা ঘটেছিল অন্তত তিনটি, কানাডিয়ান প্রেসের তালিকায় যেগুলো স্থান পায়নি।
২০২১ সালে পুলিশের গুলিবর্ষণের শিকার হওয়া কানাডিয়ানদের বড় অংশ তরুণ। এছাড়া ভুক্তভোগীদের বর্ণেও পার্থক্য আছে। গুলিবর্ষণের শিকার ব্যক্তিদের মধ্যে ১৭ জন ছিলেন অশে^তাঙ্গ। গুলিবর্ষণের শিকার হওয়া ব্যক্তিদর শিকার হওয়া ব্যক্তিদের ৫০ শতাংশ আদিবাসী এবং ১৭ শতাংশ কৃষ্ণাঙ্গ।

ওরিয়লা বলছিলেন, কিছু পরিস্থিতিতে পুলিশকে বল প্রয়োগ করতে হয়। তবে তার বৈধতা থাকতে হয়। যুক্তরাষ্ট্রের মতো অন্যান্য দেশের সঙ্গে তুলনা করলে কানাডায় পুলিশের গুলবর্ষণ স্বাভাবিক নয়। কিন্তু সংখ্যাটা উদ্বেগজনক।

২০২১ সালে যেসব ঘটনায় পুলিশকে গুলিবর্ষণ করতে হয়েছে তার ২৬ শতাংশ অস্ত্রের কারণে। এরপর বেশি ডাক পড়েছে গৃহ নির্যাতনের কারণে। ৮১ শতাংশ গুলির ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তির কাছে অস্ত্র ছিল। ৫২ শতাংশ ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির কাছে ছিল ছুরি বা অন্য কোনো ধারালো অস্ত্র। আর ৩১ শতাংশ ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির কাছে আগ্নেয়াস্ত্র ছিল।

টরন্টো পুলিশ কর্মকর্তারা ২০২১ সালে ছয়টি গুলিবর্ষণের ঘটনা ঘটিয়েছেন। এছাড়া অন্টারিও পুলিশ সার্ভিস গুলি করেছেন পাঁচটি এবং কুইবেক ও এডমন্টন পুলিশের প্রত্যেকে চারটি করে গুলিবর্ষণের ঘটনা ঘটিয়েছেন। পাঁচ বছর পর প্রথমবারের মতো উইনিপেগে কোনো গুলি ছোড়েনি পুলিশ। তবে ব্রিটিম কলাম্বিয়ায় ২০২১ সালে গুলির ঘটনা আগের বছরের তুলনায় ১১০ শতাংশ বেড়েছে। ২০২০ সালে ব্রিটিশ কলাম্বিয়ায় পুলিশ ১৩টি গুলির ঘটনা ঘটিয়েছিল।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.