মঙ্গলবার, মার্চ ১৯, ২০২৪
-0.9 C
Toronto

Latest Posts

দর্শনার্থী নীতি হালনাগাদ করলো অন্টারিওর একাধিক হাসপাতাল

- Advertisement -
ছবি/ কে জনসন

দ্রুত সংক্রামক ওমিক্রন ভ্যারিয়েন্টের কারণে দর্শনার্থী নীতি কঠোর করেছে অন্টারিওর বেশ কিছু হাসপাতাল। প্রদেশের প্রধান দুই হাসপাতাল ইউনিটি হেলথ টরন্টো ও ইউনিভার্সিটি হেলথ নেটওয়ার্ক বলেছে, যেসব রোগী সাতদিনের কম সময় ভর্তি থাকবেন তাদের ক্ষেত্রে দর্শনার্থীর অনুমতি দেওয়া হবে না।

ইউনিটি হেলথ মঙ্গলবার থেকেই নতুন নীতি কার্যকর করেছে। এক বিবৃতিতে তারা বলেছে, কোভিড-১৯ এর গোষ্ঠী সংক্রমণ বাড়তে থাকায় দর্শনার্থী ও এসেন্সিয়াল কেয়ার পার্টনারদের উপস্থিতি কমিয়ে আনা হবে। যেসব রোগীকে সাতদিনের বেশি হাসপাতালে থাকতে হবে তারা দুজন দর্শনার্থীর নির্বাচন করতে পারবেন। ভ্যাকসিনেশনের পক্ষে প্রমাণপত্র ও পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে একজন দর্শনার্থী ২৪ ঘণ্টায় একবার দেখা করার অনুমতি পাবেন। ভর্তি রোগীদের ক্ষেত্রে সর্বোচ্চ তিন ঘণ্টা দর্শনার্থীরা থাকার অনুমতি পাবেন। তবে আউটপেশেন্ট, একদিনেই অস্ত্রোপচার হয়ে যায় এমন রোগী ও জরুরি বিভাগে সাধারণ দর্শনার্থীর অনুমতি মিলবে না।

- Advertisement -

মঙ্গলবার থেকে একই ধরনের নীতি কার্যকর করেছে ইউনিভার্সিটি হেলথ নেটওয়ার্কও। এক বিবৃতিতে তারা বলেছে, সাতদিনের কম সময়ের জন্য হাসপাতালে থাকা রোগীদের ক্ষেত্রে কোনো দর্শনার্থী প্রবেশের সুযোগ দেওয়া হবে না। তবে আউটপেশেন্টের ক্ষেত্রে পূর্ব অনুমোদনসাপেক্ষে একজন কেয়ার প্রোভাইডারের অনুমতি দেওয়া হতে পারে। তবে আদিবাসী রোগীদের ক্ষেত্রে একাধিক এসেন্সিয়াল কেয়ার প্রোভাইডর সঙ্গে থাকার অনুমতি পাবেন।

দর্শনার্থী সম্পর্কিত নীতির এই পরিবর্তনের ফলে রোগীদের ওপর এর প্রভাব পড়তে পারে বলে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। পেডিয়াট্রিক অ্যালার্জিস্ট ও ক্লিনিক্যাল ইমিউনোলজিস্ট ডা. মারিয়াম হান্না বলেন, রোগীর শারীরিক ও মানসিক কোনো সহায়তা এবং গুরুত্বপূর্ণ কোনো মেডিকেল তথ্যের ব্যাপারে সহায়তার জন্য অন্ততপক্ষে একজন দর্শনার্থী প্রবেশের সুযোগ দেওয়া উচিত। ভ্যাকসিন সনদ, মাস্ক পরিধান ও র‌্যাপিড টেস্টের মতো কিছু পদক্ষেপের মাধ্যমে নিরাপদে তা হতে পারে। আমরা মানুষ এবং আমাদের অন্যের সাহায্য দরকার।

অন্যান্য হাসপাতালও তাদের নীতি কঠোর করছে। টরন্টোর সানিব্রুক হেলথ সায়েন্সেস সেন্টার বলেছে, ইনপেশেন্টদের ক্ষেত্রে প্রতিদিন পূর্ণাঙ্গভাবে ভ্যাকসিনেটেড একজন দর্শনার্থীকে প্রতিদিন দেখা করার অনুমতি দেওয়া হবে। তবে আউটপেশেন্টরা দর্শনার্থী নিতে পারবেন পূর্ব অনুমোদন সাপেক্ষে। তবে যেসব রোগী জীবন সায়াহ্নে আছেন, গর্ভবতী ও আদিবাসী রোগীদের ক্ষেত্রে এর ব্যতিক্রম দেখা যেতে পারে।

একইরকম নীতি ঘোষণা করেছে অন্টারিওর ড্রাইডেনের ড্রাইডেন রিজিয়নাল হেলথ সেন্টার এবং হ্যালিবার্টনের হ্যালিবার্টন হাইল্যান্ডস হেলথ সার্ভিসেস।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.