
সামাজিক যোগাযোগ মাধ্যমের শিশু তারকা সেজে অশোভন ছবি ও ভিডিও পেতে শিশুদের প্রলুব্ধ করার ঘটনায় টরন্টোর ১৩৮টি অভিযোগের মুখে রয়েছেন টরন্টোর এক ব্যক্তি। অভিযুক্ত ওই ব্যক্তির বয়স ৩৫ বছর।
পুলিশ বলছে, সন্দেহভাজন ওই ব্যক্তি জনপ্রিয় শিশু সামাজিক যোগাযোগ মাধ্যমের তারকাদের নামে একাধিক অ্যাকাউন্ট খোলেন। শিশুদের অশোভন ছবি ও ভিডিও পাঠাতে উদ্বুদ্ধ করতে অ্যাকাউন্টগুলো ব্যবহার করেন তিনি।
এ ঘটনায় গত ২৭ অক্টোবর পুলিশ স্কারবোরোর লরেন্স ও মিডল্যান্ড এলাকায় তল্লাশি চানায়। এর এক মাস পর ২৫ নভেম্বর জোসে পাওলো কাওইটান নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তারের পর ১৩৮টি অভিযোগ আনে পুলিশ। এর মধ্যে শিশুদের প্রলুব্ধ করার অভিযোগ আছে ৪৩টি। এছাড়া যৌন স্পর্শে প্রলুব্ধের ১৮টি, শিশু পর্ণগ্রাফি তৈরির ২৫টি এবং শিশুদের ব্যাপারে নিষেধাজ্ঞা অমান্যের ২৩টি অভিযোগ রয়েছে।
সোমবার গ্রেপ্তারের বিষয়টি প্রকাশ করে পুলিশ। এ সময় তারা বলে, তাদের আশঙ্কা, আরও অনেক ভুক্তভোগী আছেন যারা এগিয়ে আসছেন না। এ ব্যাপারে কারও কাছে কোনো তথ্য থাকলে পুলিশকে ৪১৬-৮০৮-৮৫০০ নাম্বারে জানানোর অনুরোধ করা হয়েছে।