
বাংলাদেশের বিভিন্ন জেলায় ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর ঘটে যাওয়া সাম্প্রতিক হামলা ও নৃসংশতার প্রতিবাদে গত ৪ ডিসেম্বর শনিবার কানাডার ওন্টারিও প্রদেশের কিচেনার-ওয়াটারলুতে অবস্থানরত বাংলাদেশীদের একাংশ একটি প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন।
শনিবার স্থানীয় সময় দুপুর ১২টায় ওয়াটারলু নগরের প্রাণকেন্দ্রওয়াটারলু পাবলিক স্কয়ার চত্বরে ধর্ম-বর্ন নির্বিশেষে প্রায় অর্ধশত প্রবাসীবাংলাদেশীরা তীব্র শীত উপেক্ষাকরে পোস্টার, প্ল্যাকার্ড, ও ব্যানার হাতে নিজেদের সাম্প্রদায়িকতা-বিরোধী অবস্থান তুলে ধরেন। প্রতিবাদকারী প্রবাসীরা বাংলাদেশে সাম্প্রদায়িক হামলায় ক্ষতিগ্রস্থ পরিবারগুলোরজন্য ক্ষতিপূরণ প্রদান এবং হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এছাড়াও, আয়োজকরা দেশের সর্বস্তরে মানবিক কর্মকান্ডের সাথে জড়িতদের সাথে সংহতি প্রকাশ করেন।