
অন্টারিওর লন্ডনের একটি মুসলিম পরিবারকে গাড়িচাপায় হত্যার মামলাটি ডিসেম্বর পর্যন্ত মূলতবি ঘোষণা করা হয়েছে। এ মামলায় নাথানিয়েল ভেল্টম্যান নামে এক ব্যক্তির বিরুদ্ধে গত ৬ জানুয়ারি ইচ্ছাকৃতভাবে ট্রাকচাপার অভিযোগ আনা হয়েছে। এটা যে মুসলিম ধর্মবিশ^াসীদের বিরুদ্ধে ঘৃণাবশত কাজ পুলিশও তাই বলেছে।
এ ঘটনায় ভেল্টমানের বিরুদ্ধে চার কাউন্ট ফার্স্ট-ডিগ্রি হত্যা ও এক কাউন্ট হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে। আইনজীবীরা একে বলছেন সন্ত্রাসবাদি কাজ।
সন্ধ্যায় হাঁটতে বেরিয়ে ট্রাকচাপায় ৪৬ বছর বয়সী সালমান আফজাল, তার স্ত্রী ৪৪ বছর বয়সী মাদিহা সালমান, তাদের ১৫ বছর বয়সী কন্যা যমুনা ও তার মাতামহ ৭৪ বছর বয়সী তালাত আফজাল নিহত হন। ওই ঘটনায় গুরুতর আহত হন এ দম্পতির ৯ বছর বয়সী ছেলে ফায়েজ।
এ মামলায় আগামী ১২৫ ডিসেম্বর ভেল্টম্যানকে আদালতে উপস্থাপন করা হবে।