বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
8.3 C
Toronto

Latest Posts

কাবুলের সেফ হাউজ বন্ধে সংকট বেড়েছে

- Advertisement -
কানাডিয়ানদের সহায়তাকারী আফগানদের আশ্রয় দেওয়া কাবুলের সেফ হাউজগুলো বন্ধের মধ্য দিয়ে সংকট বাড়ানো হয়েছে বলে মন্তব্য করেছেন একজন ভেটেরান

যুদ্ধের সময় কানাডিয়ানদের সহায়তাকারী আফগানদের আশ্রয় দেওয়া কাবুলের সেফ হাউজগুলো বন্ধের মধ্য দিয়ে সংকট বাড়ানো হয়েছে বলে মন্তব্য করেছেন একজন ভেটেরান। তালিবানদের নিশানায় থাকা আরও বেশি আফগানকে কানাডায় আনতে যেসব ভেটেরান কাজ করছেন তিনি তাদের অন্যতম।

ওয়েস্ট ব্লকের মার্সিডিজ স্টিফেনসনকে দেওয়া এক সাক্ষাৎকারে ভেটেরানস’ ট্রানজিশন নেটওয়ার্কের টিম লেইডলার বলেন, কানাডিয়ান সৈন্যদের সহায়তাকারী আফগান নাগরিকদের নিরাপদে সরিয়ে আনার আগ পর্যন্ত সেফ হাউজগুলো খোলা থাকবে বলে আমরা আশা করেছিলাম। তবে ফেডারেল সরকার কেন সেফ হাউজগুলো খোলা রাখতে তহবিল না দেওয়ার সিদ্ধান্ত নিল সেটি বোধগম্য নয়। আমি মনে করি আমাদের দলের অনেকেই চেয়েছিলেন সরকার এ ব্যাপারে এগিয়ে এসে সেফ হাউজগুলোকে তহবিল দিক। কিন্তু শেষ পর্যন্ত সেটা হয়নি, যা আমাদের আজ এখানে দাঁড় করিয়ে দিয়েছে।
কানাডিয়ান সরকার অর্থ না দেওয়ার কথা কেন বলল? স্টিফেনসনের এ প্রশ্নের উত্তরে লেইডলার বলেন, এক্ষেত্রে ভিন্ন ধরনের নীতি কাজ করেছে। এসবের মাঝেই নির্বাচন ঘোষণা আরেকটি কারণ। জনগণ এ ধরনের তহবিলের অনুমোদন দিতে চাইনি। তাই আমরা খুবই হতবুদ্ধি হয়েছি। তবে এটা জানি যে, এখনও আশা আছে।

- Advertisement -

লেইডলার বলেন, কাবুল থেকে আগনাদের সরিয়ে আনায় সহায়তা দিতে গ্রুপটি এখনও তহবিল সংগ্রহ করছে। সেফ হাউজগুলোকে আবারও তহবিল জোগান দেওয়ারও আশা করছেন তারা। তবে এই মুহূর্তে প্রধান অগ্রাধিকার হাজারও আফগানকে সহায়তা করা, যারা তাদের সরাসরি যোগাযোগের মধ্যে আছেন এবং এরই মধ্যে কানাডায় আসার অনুমোদন পেয়েছেন।

তালেবানরা আফগানিস্তানের দখল নেওয়ার পর থেকে কাবুলের সেফ হাউজগুলো ১ হাজার ৭০০ এর বেশি আফগান দোভাষী ও তাদের পরিবারের সদস্যদের আশ্রয় দিয়েছিল। এসব সেফ হাউজ খোলা রাখায় সহায়তা করতে ভেটেরানদের গ্রুপটি এখন পর্যন্ত ২০ লাখ ডলার সংগ্রহ করেছে। তবে শেষ পর্যন্ত এ তহবিলকে ৫০ লাখ ডলারে উন্নীত করার ব্যাপারে আশাবাদী তারা।
লেইডলার বলেন, সাধারণ কানাডিয়ানদের পাশাপাশি কর্পোরেট স্পন্সররাও অর্থ দিচ্ছেন। হিজ নেটওয়ার্ক তালেবানদের হাত থেকে আফগানদের পালাতে সহায়তার জন্য উড়োজাহাজ ভাড়া নেওয়ার পরিকল্পনা করছে।

 

 

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.