মঙ্গলবার, মার্চ ১৯, ২০২৪
-0.9 C
Toronto

Latest Posts

ভ্যাকসিন নিয়ে মন্তব্যের কারণে দুই টোরি এমপির সমালোচনা

- Advertisement -
অন্টারিওর এমপি মেরিলিন গ্লাডু

কোভিড-১৯ ভ্যাকসিন নিয়ে কনজার্ভেটিভ পার্টির কতিপয় এমপির মন্তব্য ভালো নয় এবং তা ভ্যাকসিনেশনে অনিশ্চয়তা সৃষ্টি করছে বলে জানিয়েছেন দলীয় নেতা এরিন ও’টুল। তবে বিষয়টি তিনি ব্যক্তিগতভাবে দেখবেন বলে জানিয়েছেন।
কোভিড-১৯ ভ্যাকসিন নিয়ে তার দলের কতিপয় ককাস সদস্যের বক্তব্য থেকে নিজেকে দূরে রাখেন এরিন ও’টুল। অন্টারিওর এমপি মেরিলিন গ্লাডু তাদের একজন। রোববার প্রচারিত সিটিভির এক সাক্ষাৎকারে কোভিড-১৯কে তিনি ২০ শতকের শুরুর দিকে ছড়িয়ে পড়া পোলিওর সঙ্গে তুলনা করেন। তিনি বলেন, তবে মৃত্যু ও অক্ষমতার দিক থেকে নভেল করোনাভাইরাস অতোটা মারাত্মক নয়।
এরনি ও’টুল এ প্রসঙ্গে বলেন, ভ্যাকসিন নিতে দ্বিধার বিষয়ে আমাদের যখন জবাবদিহি করতে হচ্ছে ঠিক সেই সময় নতুন প্রশ্ন তৈরির জন্য গ্লাডুর এ সাক্ষাৎকার একদমই অনুচিত। আমাদের দল বিষয়টি দেখবে। কারণ, আমাদের একে অপরের প্রতি শ্রদ্ধা আছে এবং আমরা বিষয়টি ককাসে আলোচনা করবো। তার আগে আমাকে একটা বিষয়ে খেলাসা করতে দিন। তা হলো কনজার্ভেটিভ পার্টি জনগণকে ভ্যাকসিন নিতে উৎসাহিত করছে।
কনজার্ভেটিভ পার্টির যে ১৫ থেকে ৩০ জন এমপির যে গ্রুপটি তথাকথিত মিনি ককাসের পরিকল্পনা গ্লাডু সেই দলে বলে গত সপ্তাহে ঘোষণা করেন। বাধ্যতামূলক ভ্যাকসিনেশনের নেতিবাচক প্রভাব নিয়ে আলোচনা করতে চান তারা।
গ্লাডু বারবারই বলেছেন গ্রুপটি এরনি ও’টুল বা তা নেতৃত্ব নিয়ে নয়। এমনকি কোভিড-১৯ ইস্যুতে তার বক্তব্যের বিরোধিতাও তারা করবেন না।
আরেক কনজার্ভেটিভ এমপি লেসলিন লুইসের মন্তব্য নিয়ে ও’টুলের কাছে জানতে চাওয়া হয় এদিন। জবাবে তিনি বলেন, কেন এমপিদের পেশাজীবী, স্বাস্থ্য কর্মকর্তা ও চিকিৎসকদের ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে কথা বলতে দেওয়া উচিত এটা তার উদাহরণ।
লেসলিন লুইস এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে শিশুদের ওপর ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উত্থাপন করেন। স্বাস্থ্যগত কারণে ভ্যাকসিন না নেওয়া অন্টারিওর আরেক এমপি ডিন অ্যালিসন বিজ্ঞানীদের একটি অনুষ্ঠান সঞ্চালনা করেন, যারা কোভিড-১৯ ভ্যাকসিন ও স্বাভাবিক রোগ প্রতিরোধের তুলনামূলক আলোচনা করেন।
কানাডিয়ান প্রেসের বিশ্লেষণ অনুযায়ী, কনজার্ভেটিভ পার্টির নির্বাচিত ১১৯ জন এমপির মধ্যে অন্তত ৮২ জন উভয় ডোজ কোভিড-১৯ ভ্যাকসিন নিয়েছেন। এরিন ও’টুলও আছেন তাদের মধ্যে। অ্যালিসনসহ আরও একজন স্বাস্থ্যগত কারণে ভ্যাকসিন নেবেন না বলে জানিয়েছেন। আর লুইসসহ বেশ কয়েকজন এ সংক্রান্ত কোনো তথ্য প্রকাশ না করার কথা জানিয়েছেন।

 

- Advertisement -

 

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.