বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
6.3 C
Toronto

Latest Posts

অন্টারিওর ক্যামি প্ল্যান্টে ইলেকট্রিক গাড়ি তৈরির পরিকল্পনা

- Advertisement -

ইউনিফরের সঙ্গে সম্ভাব্য একটি চুক্তিতে পৌঁছেছে জেনারেল মোটর কানাডা। চুক্তিটি চূড়ান্ত অনুমোদন পেলে অন্টারিওর ইঙ্গাসলের ক্যামি প্ল্যান্টকে বাণিজ্যিক ইলেকট্রিক গাড়ি উৎপাদন কারখানায় রূপান্তর করবে কোম্পানিটি। এজন্য বিনিয়োগ করা হবে ১০০ কোটি ডলার।

- Advertisement -

ইউনিফরের ন্যাশনাল প্রেসিডেন্ট জেরি ডায়াস বলেন, জেনারেল মোটরের সঙ্গে এ চুক্তির ফলে উল্লেখযোগ্য পরিমাণ বিনিয়োগ আসবে। সেই সঙ্গে নতুন পণ্য, নতুন চাকরি ও চাকরির নিশ্চয়তায়ও তৈরি হবে।

তবে চুক্তি সম্পর্কে বিস্তারিত কিছু শুক্রবার প্রকাশ করা হয়নি। অনুমোদনের জন্য ইউনিফরের স্থানীয় ৮৮ জন সদস্যের সামনে চুক্তির খুটিনাটি উপস্থাপন করা হবে। সোমবার নাগাদ চুক্তির ওপর ভোটাভুটির ফলাফল জানা যাবে।

ইউনিফরের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, জেনারেল মোটর, ফোর্ড ও ফিয়াট ক্রাইসলারের পর জেনারেল মোটরের সঙ্গে চুক্তিটিও যদিও অনুমোদন পায় তাহলে মোট ৬০০ কোটি ডলার বিনিয়োগ হবে। এজন্য ফেডারেল ও প্রাদেশিক সরকারের সহায়তার প্রয়োজন পড়বে।

ফোর্ডের সঙ্গে সেপ্টেম্বরেই চুক্তিতে পৌঁছেছে ইউনিফর। এর ফলে ওকভিলে একটি ব্যাটারিচালিত গাড়ি কারখানার পাশাপাশি উইন্ডসরে নতুন ধরনের ইঞ্জিন তৈরি করবে কোম্পানিটি। এজন্য তারা বিনিয়োগ করবে ১৯৫ কোটি ডলার। এছাড়া ফিয়াট ক্রাইসলার ১৫০ কোটি ডলার বিনিয়োগে প্লাগ-ইন হাইব্রিড ও ব্যাটারিচালিত ইলেকট্রিক গাড়ি উৎপাদন করবে।

এর আগে গত নভেম্বরে ইউনিফর জানিয়েছিল, ১৩০ কোটি ডলার বিনিয়োগের মাধ্যমে ওশাওয়াতে এক হাজার ৭০০ কর্মসংস্থান তৈরিতে রাজি হয়েছে জেনারেল মোটর।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.