গত ১০ দিনের মধ্যে এটি তৃতীয় ঘটনা। । হেলথ কানাডা মনে করছে, পুরো উড়োজাহাজটিই হয়তো সংক্রমিত ছিল।
পোর্ট-আই-প্রিন্স থেকে ১৭ জানুয়ারি মন্ট্রিয়লে অবতরণ করে এয়ার ট্রানজাটের টিএস৬৬৩ ফ্লাইটটি। হেলথ কানাডার কোভিড-১৯ আক্রান্ত ফ্লাইটের যে অনলাইন তালিকা তাতে এটিও যুক্ত করা হয়েছে। এর আগে হাইতি থেকে আসা দুটি ফ্লাইট টিএস৬৬৩ ও টিএস৬৬৫-এর প্রতিটি সারিতেও কোভিড-১৯ রোগী ছিলেন বলে জানিয়েছে হেলথ কানাডা। সবগুলো ফ্লাইটই পরিচালনা করা হয় এয়ারবাস এ৩৩০ উড়োজাহাজ দিয়ে এবং সেগুলোয় যাত্রী ছিলেন ৩৪৫ থেকে ৩৭৫ জন। তবে প্রতিটি ফ্লাইটে ঠিক কতজন কোভিড আক্রান্ত ছিলেন সে তথ্য প্রকাশ করেনি হেলথ কানাডা।
৭ জানুয়ারি থেকে বুধবার বিকাল পর্যন্ত ১৩৯টি ফ্লাইট কানাডায় অবতরণ করেছে, যেগুলোয় অন্তত একজন করে কোভিড আক্রান্ত যাত্রী ছিলেন। কানাডামুখী সব ফ্লাইটের যাত্রীদের কোভিডমুক্ত সনদ বাধ্যতামূলক করার পরও এমনটা হয়েছে।
ট্রান্সপোর্ট কানাডার মুখপাত্র ফ্রেদেরিকা দুপিস এ প্রসঙ্গে বলেন, পরীক্ষার ফলাফল নেগেটিভ আসার অর্থ হলো ওইদিন পর্যন্ত তিনি কোভিডমুক্ত ছিলেন। কোভিডমুক্ত সনদ প্রদর্শন সত্ত্বেও পরবর্তী পরীক্ষায় অনেকে কোভিড পজিটিভ হচ্ছেন।