বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
6.3 C
Toronto

Latest Posts

সেন্ট লরেন্স মার্কেট থেকে মুদিপণ্য কেনার সুযোগ

- Advertisement -
ঐতিহ্যবাহী সেন্ট লরেন্স মার্কেট

ডাউনটাউন টরন্টোর বাসিন্দারা এখন থেকে ঐতিহ্যবাহী সেন্ট লরেন্স মার্কেটে গ্রোসারি পণ্যের (মুদিপণ্য) ক্রয়াদেশ দিতে পারবেন এবং বাড়িতে এর সরবরাহও পাবেন। সেন্ট লরেন্স মার্কেট ও টরন্টোভিত্তিক অনলাইন ডেলিভারি সেবাদাতা প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগ ‘ইনাবাগি’র পক্ষ থেকে শুক্রবার এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
টরন্টোর মেয়র জন টরি এ প্রসঙ্গে বলেন, মহামারির মধ্যে টরন্টোবাসীদের আমরা যতটা সম্ভব বাড়িতে থাকার আহ্বান জানাচ্ছি। এ অবস্থায় নাগরিকদের প্রয়োজনীয় খাদ্য পণ্যটি পাওয়ার সুযোগ করে দিতে সেন্ট লরেন্স মার্কেটের নতুন এ উদ্যোগ সত্যিই প্রশংসার।

সিটি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সেন্ট লরেন্স মার্কেটের পাঁচ কিলোমিটারের মধ্যে যাদের বসবাস তারা ক্রয়াদেশ দেওয়ার এক ঘণ্টার মধ্যে পণ্যটি হাতে পাবেন। শনিবার পর্যন্ত মার্কেটের ২৯টি ভেন্ডর ইনাবাগি ওয়েবসাইটে যুক্ত হয়েছে। ক্যারোসেল বেকারি, আলেক্স ফার্ম প্রোডাক্টস, ব্রাউন ব্রাদার্স মিট অ্যান্ড পোল্ট্রি এর মধ্যে অন্যতম।

- Advertisement -

মঙ্গলবার থেকে শুক্রবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সেবাটি পাওয়া যাবে। তবে শনিবার উন্মুক্ত থাকবে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। দোকানের দামের সঙ্গে অনলাইনের দামের কোনো পার্থক্য থাকবে না এবং ক্রয়াদেশ দেওয়া যাবে যেকোনো পরিমাণের। পাঁচটি বা তার কম ভেন্ডরের পণ্য ক্রয়ের ক্ষেত্রে ‘পিক, প্যাক, ডেলিভারি’ ফি দিতে হবে ২০ ডলার। এর সঙ্গে আরও ভেন্ডর যুক্ত হলে প্রতিটির ক্ষেত্রে অতিরিক্ত ৩ ডলার করে ফি পরিশোধ করতে হবে। এক সঙ্গে সর্বোচ্চ ১০টি ভেন্ডরের পণ্যের ক্রয়াদেশ দেওয়া যাবে। তবে সর্বনি¤œ কতটি ভেন্ডরের পণ্যের ক্রয়াদেশ দেওয়া যাবে তা নিয়ে কোনো বিধিনিষেধ নেই।

উল্লেখ্য, ১৮০৩ সাল থেকে সেন্ট লরেন্স মার্কেটের কার্যক্রম চলে আসছে এবং এটিকে টরন্টোর সবচেয়ে জনপ্রিয় খাদ্য পণ্যের বাজার হিসেবে ধরা হয়।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.