মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪
11.2 C
Toronto

Latest Posts

অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন অনুমোদনকে স্বাগত জানিয়েছে অন্টারিও

- Advertisement -

কানাডা অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন অনুমোদন করায় একে স্বাগত জানিয়েছে অন্টারিও। প্রদেশে ভ্যাকসিনেশনের গতি বাড়াতে এটি সাহায্য করবে বলে আশা করছেন কর্মকর্তারা। যদিও ৬৫ বছরের বেশি বয়সীদের মধ্যে ভ্যাকসিনটির প্রয়োগ নাও হতে পারে।

- Advertisement -

সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা. আইজ্যাক বোগোচ বলেন, কানাডায় এখন থেকে তৃতীয় আরেকটি ভ্যাকসিন বিতরণের অনুমোদন পেলাম আমরা। মূলত ভ্যাকসিনেশনে গতি বাড়াবে এটি। কানাডায় অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন ব্যবহারের অনুমোদনকে চমৎকার খবর বলে উল্লেখ করেন তিনি।

মডার্না ও ফাইজারের মতো অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনও দুই ডোজের এবং প্রথম ডোজের কয়েক সপ্তাহ পর দ্বিতীয় ডোজ দিতে হবে। যদিও এটি অত্যধিক কম তাপমাত্রায় সংরক্ষণের প্রয়োজন হবে না। ২ থেকে ৮ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কমপক্ষে ছয় সপ্তাহ সংরক্ষণ করা যাবে ভ্যাকসিনটি। এর ফলে এটির বিতরণ অনেক সহজ হবে।

বোগোচ বলেন, সাধারণ রেফ্রিজারেটরেই এটি সংরক্ষণ করা যাবে। এই সুবিধার কারণে সহজেই ভ্যাকসিনটি প্রাথমিক স্বাস্থ্য সেবা ক্লিনিক ও ফার্মেসিগুলোতে পৌঁছানো সম্ভব হবে। কানাডিয়ানদের জন্য এটা খুবই আনন্দের সংবাদ এবং শিগগিরই আমরা অ্যাস্ট্রাজেনেকার কিছু ভ্যাকসিন হাতে পাব।

তৃতীয় ভ্যাকসিন হিসেবে শুক্রবার অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনকে কানাডায় ব্যবহারের অনুমোদন দিয়েছে হেলথ কানাডা। অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ড একে বহুদিন পর শোনা সত্যিকার ভালো খবর বলে মন্তব্য করেন। তিনি বলেন, সবাই এখন দুটি প্রশ্নের উত্তরের অপেক্ষায় আছেন এবং তা হলোÑ কবে ও কি পরিমাণে আমরা ভ্যাকসিনটি পাব। তৃতীয় ভ্যাকসিনটি নেওয়ার জন্য আমরা প্রস্তুত এবং এজন্য আর অপেক্ষা করতে চাই না। শুধু তাই নয়, তৃতীয় এমনকি চতুর্থ ভ্যাকসিনের দিকেও তাকিয়ে আছি আমরা।

উপাত্ত অনুযায়ী, ৬৫ বছরের বেশি বয়সীদের ক্ষেত্রে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের কার্যকারিতা সীমিত। যদিও হেলথ কানাডা বলছে, ৬৫ বছরের বেশি বয়সীদের ক্ষেত্রে ভ্যাকসিনটির কম কার্যকারিতানর স্বপক্ষে কোনো প্রমাণ নেই। কারা ভ্যাকসিনটি পাবেন সেটি নিয়ে এখনও কাজ করছে ন্যাশনাল অ্যাডভাইজরি কমিটি অন ইমিউনাইজেশন এবং আগামী সপ্তাহেই এ সংক্রান্ত সুপারিশ তারা জানিয়ে দেবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে প্রদেশগুলো।

ইউরোপের বেশ কয়েকটি দেশ অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন অনুমোদন করেছে। তবে তা কেবলমাত্র ৬৫ বছরের কম বয়সীদের ওপর প্রয়োগের জন্য।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.