শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
0.6 C
Toronto

Latest Posts

প্রগ্রেসিভ কনজারভেটিক ককাস থেকে বেবারকে অব্যাহতি

- Advertisement -

ইয়র্ক সেন্টারের এমপিপি (মেম্বার অব প্রভিন্সিয়াল পার্লামেন্ট) রোমান বেবারকে প্রগ্রেসিভ কনজারভেটিক ককাস থেকে অব্যাহতি দিয়েছেন অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ড। প্রদেশে চলমান লকডাউন ও কোভিড-১৯ বিধিনিষেধের অবসান চেয়ে খোলা চিঠি লেখায় তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

- Advertisement -

শুক্রবার সকালে এক বিবৃতিতে বেবারের দুই পৃষ্ঠার ওই খোলা চিঠিকে অবিবেচনাপ্রসূত বলে আখ্যায়িত করেন ডগ ফোর্ড। পিসি মেম্বার হিসেবে পুনরায় নির্বাচনের সুযোগ বেবার পাবেন না বলেও জানিয়ে দিয়েছেন তিনি।

ডগ ফোর্ড বলেন, সংকটকালীন এই সময়ে ভুল তথ্য ছড়ানোর মধ্য দিয়ে বেবার আমাদের সামনের সারির স্বাস্থ্যকর্মীদের বিরামহীন চেষ্টাকে খাটো করার চেষ্টা করেছেন এবং জনগণকে বিপদের মুখে ফেলে দিচ্ছেন। জনস্বাস্থ্য সম্পর্কিত বিধিবিধান উপেক্ষার মধ্য দিয়ে একজন অন্টারিওবাসীর জীবনও আমি হুমকিতে ফেলতে দেব না। কোভিড-১৯ এর বিরুদ্ধে আমাদের এই লড়াইয়ে রাজনৈতিক আদর্শের কোনো জায়গা নেই। বরং আমাদের সব কাজই হয়েছে তথ্য-উপাত্তের ভিত্তিতে এবং আগামীতেও হবে।

টুইটারে পোস্ট করা চিঠিতে বেবার যুক্তি দেখিয়ে বলেন, ভাইরাসের বিষয়টি বাস্তব। তবে কোভিড-সংক্রান্ত যে ভয়ের কথা বলা হচ্ছে তা অতিরঞ্জিত। কোভিডের চেয়েও লকডাউন বেশি মারাত্মক। এর অবসান চেয়ে প্রিমিয়ার ডগ ফোর্ডের কাছে আমি চিঠি লিখেছি।

প্রথমে যতটা মারাত্মক ভাবা হয়েছিল করোনাভাইরাস ততটা মারাত্মক নয় বলেও দাবি করেন বেবার। সেই সঙ্গে তিনি বলেন, অন্টারিওর হাসপাতালের সক্ষমতা মহামারি-পূর্ব সময়ের চেয়ে ভালো আছে। যদিও অন্টারিওতে এখন পর্যন্ত ৫ হাজার ২০০ জনের বেশি মানুষ ভাইরাসটির সংক্রমণে প্রাণ হারিয়েছেন।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.