বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
1.7 C
Toronto

Latest Posts

গতি সীমা লঙ্ঘন করায় চার মাসে টরন্টোতে ৫৩ হাজার টিকিট ইস্যু

- Advertisement -

টরন্টোতে স্থাপিত ৫০টি স্বয়ংক্রিয় ক্যামেরার মাধ্যমে চার মাসে গতিসীমা লঙ্ঘনের দায়ে ৫৩ হাজার টিকিট ইস্যু করা হয়েছে। দীর্ঘ পরীক্ষার পর ২০২০ সালের ৬ জুলাই থেকে চালকদের জরিমানা করা শুরু হয়।

- Advertisement -

নগরীর কমিউিনিটি সেফটি জোনগুলোতে স্থাপিত ক্যামেরার মাধ্যমে প্রথম মাসেই ২২ হাজার ৩০১টি টিকিট ইস্যু করা হয়। এর মধ্যে ২ হাজার ২৩৯ জনের নামে ইস্যু করা হয় একাধিক টিকিট। তবে দ্বিতীয় মাসে এ সংখ্যা কমে আসে এবং ৬ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত মাত্র ১৫ হাজার ১৪৫টি টিকিট ইস্যু করা হয়। এর মধ্যে একই অপরাধ দুইবার করার কারণে ইস্যু করা হয় ১ হাজার ১৯৮টি টিকিট।

৬ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত সময়ে টিকিট ইস্যু করা হয় ৯ হাজার ৭১৯টি। এর মধ্যে একই অপরাধ দ্বিতীয়বার সংঘটনের জন্য দেওয়া হয় ৬০৪টি টিকিট। তবে পরের মাসে এ সংখ্যা আবার কমে যায়। ৭ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ৫ হাজার ১৭৪ জন চালকের বিরুদ্ধে গতিসীমা লঙ্ঘনের প্রমাণ মেলে। একই অপরাধ দুইবার ঘটে ২৫১টি। ক্যামেরাগুলো নতুন এলাকায় স্থানান্তর করায় ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত মাত্র ৭২১টি গতিসীমা লঙ্ঘনের ঘটনা ধরা পড়ে। তবে ডিসেম্বরের উপাত্ত ফেব্রুয়ারির আগে পাওয়া যাবে না বলে জানিয়েছে সিটি কর্তৃপক্ষ।

এ সময় সবচেয়ে বড় অংকের জরিমানা করা হয় ৭১৮ ডলারের। ঘণ্টায় ৪০ কিলোমিটার গতিসীমার অঞ্চলে ৮৯ কিলোমিটার গতিতে গাড়ি চালানোর অপরাধে এই জরিমানা করা হয়।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.