
কোভিড-১৯ এর নতুন ধরন (ভ্যারিয়েন্ট) কানাডায় জেঁকে বসতে শুরু করেছে বলে সতর্ক করে দিয়েছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এ অবস্থায় আগামী কয়েক সপ্তাহের মধ্যেই কঠোর বিধিবিধান জারি করতে হবে বলে মন্তব্য করেছেন তিনি। তবে আসন্ন ভ্রমণ নিষেধাজ্ঞা থেকে খুব কম মানুষই অব্যাহত পাবেন বলেও জানিয়ে দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী।
মঙ্গলবারের সংবাদ সম্মেলনে জাস্টিন ট্রুডো বলেন, মহামারির শুরু থেকে শেষকৃত্যের অনেক গল্প আছে, যেগুলো অনুষ্ঠিত হয়নি। অনেক বিয়ে ঝুলে গেছে অথবা জুমের মাধ্যমে সম্পন্ন হয়েছে। পরিবারের সদস্যরা মিলিত হতে পারেন নি। একই সঙ্গে আমাদের কিছু দায়িত্বও আছে। তা হলে যতটা পারা যায় কানাডিয়ানদের নিরাপদ রাখা। করোনাভাইরাসের নতুন ধরনটি সত্যিই উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
কোনো যাত্রী বিদেশ থেকে কানাডায় ঢোকার পর পিসিআর টেস্টের ফলাফল পাওয়া পর্যন্ত তাদেরকে তিন দিন হোটেল কোয়ারেন্টিনে থাকতে হবে বলে গত সপ্তাহেই ঘোষণা দেন জাস্টিন ট্রুডো। তবে কবে নাগাদ এটি কার্যকর হবে সেই দিনক্ষণ এখনও নির্ধারণ করা হয়নি। কানাডায় কোভিডের নতুন ধরনটির প্রবেশ ঠেকাতে যেসব পদক্ষেপের কথা বলা হচ্ছে এটি তার অন্যতম। কিন্তু আশঙ্কার কথা হলো নানাডায় তুন ধরনের ভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমে বাড়ছে।
প্রধান জনস্বাস্থ্য কর্মকর্তা ডা. তেরেসা ট্যাম বলেছেন, যুক্তরাজ্য ও দক্ষিণ আফ্রিকায় সনাক্ত করোনাভাইরাসে এখন পর্যন্ত কানাডায় ১৪৮ জন আক্রান্ত হয়েছেন। যদিও সামগ্রিকভাবে আক্রান্তের সংখ্যা কমতির দিকে রয়েছে।
ব্রিটিশ কলাম্বিয়া ও অন্টারিওর পিল রিজিয়নে দক্ষিণ আফ্রিকায় সনাক্ত করোনাভাইরাসে আক্রান্ত চার জনের বিষয়টি আন্তর্জাতিক ভ্রমণ সম্পর্কিত কিনা সেটি নিশ্চিত হওয়া যায়নি। স্বাভাবিকভাবেই এটি গোষ্ঠী সংক্রমণ ছড়াচ্ছে কিনা সেই আশঙ্কা দেখা দিয়েছে।
ডা. তেরেসা ট্যাম এ প্রসঙ্গে বলেন, কিছু মাত্রায় হলেও নতুন ধরনটির গোষ্ঠী সংক্রমণ যে শুরু হয়েছে সে ব্যাপারে আমি মোটামুটি নিশ্চিত। আমরা হয়তো সেটি চিহ্নিত করতে পারছি না। এ অবস্থায় আমাদেরকে খুব বেশি সতর্ক থাকতে হবে। জনস্বাস্থ্য সম্পর্কিত বিধিগুলো যাতে কোনোমতেই শিথিল না হয় সেদিকেও সতর্ক দৃষ্টি রাখতে হবে।
ভ্রমণ-সংক্রান্ত কঠোর বিধিনিষেধ আরোপের কথা বলা হলেও অনাবশ্যক প্রয়োজনে বিদেশিরা এখনও কানাডায় প্রবেশের জন্য আবেদন করতে পারছেন। তবে কিছু শর্ত আছে। তা হলো ভ্রমণের উদ্দেশ্য হতে হবে মারাত্মক অসুস্থ্য কাউকে শুশ্রƒষা করা, নিকটজনের অন্ত্যেষ্টিক্রিয়া অংশ নেওয়া অথবা মুমূর্ষু কোনো পরিজনের পাশে থাকার প্রয়োজনে।