পাবলিক প্লেসে মাস্ক পরিধান ও দুই মিটার শারীরিক দূরত্ব বজায় রাখার যে বিধান টরন্টো সিটি কর্তৃপক্ষ জারি করেছে তা অন্তত জুন পর্যন্ত বাড়তে পারে। টরন্টো স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার ডা. এইলিন দ্য ভিলা এ ইঙ্গিত দিয়েছেন।
কোভিড-১৯ মহামারির পরিপ্রেক্ষিতে টরন্টো সিটি কর্তৃপক্ষ যে পাঁচটি উপবিধি গ্রহণ করেছে সবগুলোই আগামী জুনের বৈঠক পর্যন্ত বর্ধিত করার সুপারিশ করেছেন দ্য ভিলা। তবে প্রতিটি উপবিধি বলবৎ রাখার প্রাসঙ্গিকতা নিয়ে মাসভিত্তিক মূল্যায়ণ অব্যাহত রাখবেন বলেও জানিয়েছেন তিনি।
টরন্টোতে জারি করা উপবিধিগুলো সর্বশেষ গত সেপ্টেম্বরে বর্ধিত করা হয়েছে এবং আগামী সপ্তাহে অনুষ্ঠিত কাউন্সিলের বৈঠকের পর এগুলোর মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে।
এসব উপবিধি নিয়ে ডা. এইলিন দ্য ভিলার সাম্প্রতিক সুপারিশের পর টরন্টো মেয়র জন টরি বলেছেন, আমাদের নগরীতে ভাইরাসের সংক্রমণ হ্রাসে বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধান-সংক্রান্ত উপবিধিসহ অন্য বিধিগুলোর বিষয়ে জনস্বাস্থ্য বিভাগের পরামর্শ অনুযায়ী আমরা কাজ করব। তবে আমাদের জনস্বাস্থ্য বিভাগ আবারও পরিস্কার করে জানিয়ে দিয়েছে যে, করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে গৃহীত স্বাস্থ্যবিধিগুলোর মেয়াদ বাড়ানো প্রয়োজন।
জনস্বাস্থ্য সম্পর্কিত পরামর্শ মেনে চলার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে টরন্টো মেয়র বলেন, এই মুহূর্তে এটাই সঠিক কাজ। মাস্ক পরা, শারীরিক দূরত্ব বজায় রাখা, বাড়ির বাইরে জনসমাগম এড়িয়ে চলা এবং নিয়মিত হাত ধোয়ার মাধ্যমে আপনারা নিজেদেরকে ও পরিবারের সদস্যদের রক্ষা করতে পারবেন। সেই সঙ্গে জীবন বাঁচানো সম্ভর হবে।
টরন্টোতে সংক্রমণ বর্তমানে কমতির দিকে রয়েছে এবং রিপ্রোডাক্টিভ নাম্বার সম্প্রতি দশমিক ৮৬ এ নেমে এসেছে। এর অর্থ হচ্ছে সংক্রমণ কমে আসছে।