
অন্টারিও প্রাদেশিক স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন যে, চলতি সপ্তাহের সোম ও মঙ্গলবার নতুন করে এক হাজারেরও কম ব্যক্তির মাঝে করোনা জীবাণুর সংক্রমণ ঘটেছে। মঙ্গলবার তারা একত্রে এই সংখ্যা ১,৮৬৮ বলে জানান, যার মাঝে সোমবার ৯৬৪ জন এবং মঙ্গলবার ৯০৪ জন আক্রান্ত হয়েছেন বলে জানানো হয়। তবে তারা সতর্ক করে বলেন, এই সংখ্যা হ্রাসের কারণ হতে পারে প্রদেশের আলোকে টরন্টো সিটির জনস্বাস্থ্য ইউনিটের ডাটাবেজে অধঃগতি সৃষ্টি হওয়ায় এমনটা ঘটেছে।
মঙ্গলবার সম্পন্ন হওয়া ২৭ হাজার টেস্টের হিসেবে অন্টারিও স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় প্রদেশে এখন করোনা সংক্রমণের হার ৩ দশমিক ৩ শতাংশ। এতে গত এক সপ্তাহে গড়ে প্রতিদিন প্রদেশে করোনা সংক্রমণ ঘটেছে ১,০৩৮ জন, যা গত সপ্তাহে ছিল ১,৩৬৭ জন। তবে স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন, গত দুই দিনে অবশ্য মৃত্যু সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে, যাদের মাঝে ৬ জন দীর্ঘ মেয়াদী পরিচর্যা নিবাসে মারা গেছেন। ফলে এ পর্যন্ত অন্টারিও প্রদেশে করোনা আক্রান্ত মোট মৃত্যু সংখ্যা ৬,৭১৯ জন।
অন্টারিও স্বাস্থ্য কর্মকর্তাদের ভাষ্যে প্রকাশ, কোভিড-১৯ আক্রান্ত মোট ৭৪২ জন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তথাপি কিছু হাসপাতাল তাদের শয্যা ব্যবহারের তথ্য দেয়নি, তাতে আপাতদৃষ্টিতে এই ক্ষুদ্রাকায় সংখ্যাটি দৃশ্যমান। তবে ওই চিকিৎসাধীন রোগির ২৯২ জন নিবিড় পরিচর্যা অর্থাৎ ইনটেনসিভ কেয়ারে এবং ২০১ জন ভেন্টিলেটরের সহায়তা শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন। এ পর্যন্ত গত মঙ্গলবার অবধি ২,২৮৫ জন সংক্রামিত রোগির নিস্কৃতির মধ্য দিয়ে প্রদেশে করোনামুক্ত হয়েছেন ২ লাখ ৬৯ হাজার ৪১৩ জন। তবে প্রদেশের পরীক্ষাগারের ফলাফলের ভিত্তিতে সে সংখ্যা অবশ্য মৃত্যু, আক্রান্ত ও জীবাণুমুক্ত মিলিয়ে মোট ২ লাখ ৮৭ হাজার ৭৩৬ জন।
সর্বশেষ তথ্যানুযায়ি, সোমবার এই নতুন আক্রান্তদের মাঝে প্রকোপের দিক বিবেচনায় আক্রান্ত হয়েছেন- টরন্টোয় ২৫১, পিলে ২০১ ও ইয়র্কে ৯৩ জন; পাশাপাশি মঙ্গলবার টরন্টোয় ৩২০, পিলে ১৫৪ ও ইয়র্কে ১১৮ জন। এছাড়া প্রদেশের অন্য ২৭টি অঞ্চলের সবগুলোতে তা ৬৬ জনের নিচে ছিল।