মঙ্গলবার, এপ্রিল ১৬, ২০২৪
12.8 C
Toronto

Latest Posts

মার্চ থেকে ভ্যাকসিন পাবেন ৮০ বছর ও তার বেশি বয়সীরা

- Advertisement -
অন্টারিওর কোভিড-১৯ টাস্কফোর্সের প্রধান জেনারেল (অব.) রিক হিলার

সাধারণ কানাডিয়ানরা কবে নাগাদ ভ্যাকসিন পাবেন, সে-সম্পর্কিত আরও সুনির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা করলেন অন্টারিওর কোভিড-১৯ টাস্কফোর্সের প্রধান জেনারেল (অব.) রিক হিলার। ঘোষণা অনুযায়ী, ৮০ বছর ও তার বেশি বয়সী সাধারণ নাগরিকদের আগামী মাস থেকেই প্রথম ডোজের ভ্যাকসিন দেওয়া শুরু হবে।

কুইন’স পার্কে বুধবার সংবাদ সম্মেলন রিক হিলার বলেন, প্রদেশের অনলাইন ভ্যাকসিন বুকিং সিস্টেম ও কল সেন্টার ১৫ মার্চ চালু হবে। সে সময়ই ৮০ বছর ও তার বেশি বয়সী নাগরিকরা ভ্যাকসিনের জন্য আবেদন করতে পারবেন। তবে এই বয়স শ্রেণির সাধারণ কানাডিয়ানদের ভ্যাকসিন পেতে মার্চের তৃতীয় সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই বয়সী ৫ লাখ ৫০ হাজান মানুষকে ভ্যাকসিন দেওয়ার প্রয়োজন পড়বে।

- Advertisement -

আগামী কয়েক সপ্তাহে স্বাস্থ্যকর্মী, লং-টার্ম কেয়ার হোমের কর্মী, অত্যাবশ্যকীয় সেবাদানকারী এবং রিটায়ারমেন্ট হোমের বাসিন্দা ও কর্মীদের প্রথম ডোজের ভ্যাকসিন প্রদান সম্পন্ন করার দিকে মনোযোগ দেবে অন্টারিও। তবে প্রদেশের সব লং-টার্ম কেয়ার ও রিটায়ারমেন্ট হোমের বাসিন্দাদের প্রথম ডোজের ভ্যাকসিন দেওয়া এরই মধ্যে সম্পন্ন হয়েছে।

রিক হিলার বলেন, ৭৫ বছরের বেশি বয়সীদের ভ্যাকসিন দেওয়ার কাজ ১৫ এপ্রিল শুরু করতে পারব বলে আশা করছি। এর এক মাস পর ভ্যাকসিন পাবেন ৭০ বছরের বেশি বয়সীরা। আর ৬৫ বছর ও তার বেশি বয়সীদের ভ্যাকসিন দেওয়া ১ জুন শুরু করা সম্ভব হবে। এছাড়া ১ জুলাই থেকে শুরু হবে ৬০ বছর ও তার বেশি বয়সী নাগরিকদের ভ্যাকসিন প্রদান।

সরবরাহ ভালো থাকলে অত্যাবশ্যকীয় কর্মীদের মে মাসের প্রথম সপ্তাহ থেকে ভ্যাকসিন দেওয়া শুরু হবে বলেও জানা রিক হিলার। তবে অত্যাবশ্যকীয় কর্মীদের তালিকায় কারা থাকবেন, সেটি এখনও খোলাসা করেনি অন্টারিও। এছাড়া বাকি নাগরিকদের ভ্যাকসিন প্রদান কোন প্রক্রিয়ায় হবে সেটি সরবরাহের ওপর নির্ভর করছে বলে জানান রিক হিলার। গ্রীষ্মে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসার সম্ভাবনা রয়েছে।

ভ্যাকসিন নিতে নাগরিকদের কোথায় যেতে হবে, প্রদেশের পক্ষ থেকে এখন পর্যন্ত তা সুনির্দিষ্টভাবে জানানো হয়নি। তবে শিগগিরই তা প্রকাশ করা হবে বলে জানান রিক হিলার। তিনি বলেন, ভ্যাকসিনেশন সেন্টারের অবস্থান সম্পর্কে জনগণ জানতে চান এবং আমরা সেটি অবগত আছি। তবে বিপুল সংখ্যক ভ্যাকসিনেশন সেন্টারের সবগুলো এ মুহূর্তে চালু নেই।

অন্টারিও এখন পর্যন্ত ৬ লাখ ২ হাজার ৮৪৮ ডোজ ভ্যাকসিন প্রয়োগ করেছে। প্রথম ডোজের পর দ্বিতীয় ডোজের ভ্যাকসিন নিয়েছেন এ পর্যন্ত ২ লাখ ৫১ হাজার ৫৯০ জন অন্টারিওবাসী। এ সপ্তাহেই ফাইজার-বায়োএনটেকের আরও ১ লাখ ৮৬ হাজার ৩০ ডোজ ভ্যাকসিন পাওয়ার আশা করছে অন্টারিও। একই সঙ্গে মডার্নার কাছ থেকেও ৪৭ হাজার ৪০০ ডোজ ভ্যাকসিন পাওয়ার কথা রয়েছে।

ফেডারেল সরকার জানিয়েছে, মার্চের শেষ নাগাদ ফাইজার ৪০ লাখ ও মডার্না ২০ লাখ ডোজ ভ্যাকসিন কানাডায় সরবরাহ করবে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.