বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
3 C
Toronto

Latest Posts

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের বার্ষিক সাধারণসভা ও নির্বাচন অনুষ্ঠিত

- Advertisement -
এএমএম তোহা : সভাপতি, সাজ্জাদহোসেন : সাধারণসম্পাদক, বিশ্বজিতপাল : অর্থসম্পাদক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব কানাডা আবারো দেখিয়ে দিলো-জানিয়ে দিলো- আমরা সক্ষম এবং  আধুনিক একটা সংগঠন। এই সংগঠন সময়ের সাথে, যুগের সাথে, পরিবেশ -পরিস্থিতির সাথে খাপ খেয়ে চলতে শিখেছে। মহামারী করোনার বিষাক্ত ছোবলে পুরো বিশ্ব যেখানে আজ ক্ষতবিক্ষত -পরাভূত, সেখানে ” চুয়াক (cuaac) ” সাহসী সৈনিক।  ক্রমাগত সাফল্যের উপচে পড়া ঝুড়িতেআরো একটি কৃতিত্বের জয়মালা যুক্ত  হলো।

বর্তমান  ২০১৮ -২০২০ কার্যকরী কমিটির মেয়াদ শেষ হওয়ায় এই মহামারীতে প্রযুক্তির ব্যবহার করে কিভাবে সুষ্ঠুভাবে দায়িত্ব নতুন কমিটির কাছে হস্তান্তর করা যায় সেই লক্ষ্যে কার্যকরী কমিটি, উপদেষ্টা কমিটি ও আঞ্চলিক প্রতিনিধি এই তিন কমিটির এক যৌথ সভার আয়োজন করা হয়। সভায় এপ্রিলের ৪ তারিখ বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনের দিন ধার্য করা হয়।  যথারীতি সার্চ কমিটির মাধ্যমে সমর পালকে প্রধান নির্বাচন কমিশনের এবং ফরিদ উদ্দিন খান সিদ্দিকী ও মনিরুল ইসলামকে নির্বাচন কমিশনার  হিসাবে নিযুক্ত করে একটি নির্বাচনকমিশন গঠন করা হয়। নির্বাচন কমিশন যথারীতি নির্বাচনের তফসিল ঘোষণা করেন।  মার্চের ২৩ ও ২৪ তারিখ প্রেসিডেন্ট , সাধারণ সম্পাদক ও ট্রেজারার পদের নমিনেশন জমা দেয়ার এবং মার্চের ২৬ তারিখ প্রার্থীতা প্রত্যাহারের সময় নির্ধারণ করেন।

- Advertisement -

এপ্রিলের ৪ তারিখ।  বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনের দিন। তিনপর্বে বিভক্ত ছিল এই সভা।  প্রথম পর্বে ছিল উদ্বোধনী ও সাধারণ আলোচনা সভা।বিগত বছরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক -শিক্ষিকা এবং ছাত্র ছাত্রী যারামৃত্যুবরণ করেছেন তাদের স্মরণে এক মিনিট নীরবতার মধ্য অনুষ্ঠানের প্রথম পর্বের সূচনা হয়। এর পরপরই দুই দেশের জাতীয় সংগীত পরিবশনা করা হয়।  শুরুতেই সংগঠনের বর্তমান সভাপতি বাহাউদ্দিন বাহার সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্যে ধন্যবাদ জানান।  সেই সাথে সংগঠনকে এই পর্যায়ে নিয়ে আসার পেছনে সবার সহযোগিতার জন্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং অনুষ্ঠান পরিচালনা করার জন্যে সংগঠনের সাধারণ সম্পাদক তাপস ভট্টচার্যকে অনুরোধ করেন।

এই পর্বে আলোচনায় অংশ নেন কানাডায় বসবাসরত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র -ছাত্রীবৃন্দ।  যারা আলোচনা করেন তারা হলেন উপদেষ্টা পরিষদের যথাক্রমে ডঃ সদরুল হক, ডঃ শাহাদাত হোসেন খান, ডঃসুজিৎ দত্ত,  ডঃ সাইফুল্লাহ চৌধরী, ডঃ কাঞ্চন পুরোহিত, আশীষ বড়ুয়া, প্রতিষ্ঠাতা সদস্য সচিব সব্যসাচী চক্রবর্তী, প্রাক্তন সাধারণ সম্পাদক বিনয়মজুমদার, হেমিল্টন প্রতিনিধি এমাদ চৌধুরী , পিটারবোরো প্রতিনিধি মোজাম্মেল হক। আরো বক্তব্য রাখেন তানভী হুক, খোরশেদ আলম খান , কামরুল আলম চৌধুরী, সারওয়ার জামান, আনোয়ার সাদাত, হুমায়ুন কবির, হাসান তারিক চৌধুরী, ধুর্জুটি ছন্দ, কাজী আব্দুল বাসিত, ইয়াছিনুল চৌধুরী  এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব কানাডার প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইলিয়াস মিয়া।  বক্তব্যে সবাই চুয়াকের ধারাবাহিক উন্নতির ভূয়সী প্রশংসা করেন এবং এর জন্যে বর্তমান কমিটির নেতৃবৃন্দকে আন্তরিকধন্যবাদ জানান।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব ছিল সাংগঠনিক পর্ব।  চা বিরতির পর দুপুর ১২ টায় শুরু হয় এই পর্বের। বিগত কমিটির  ২৯ জনের ফ্যান্টাস্টিক টিম মেম্বার, উপদেষ্টা কমিটির সম্মানিত সদস্য এবং আঞ্চলিক প্রতিনিধিদের সবার সাথে শেষবারের মত পরিচিত করানো হয় এবং সেই সাথে বিগত ২ বছর তাদের অবদান ও কঠোর পরিশ্রমের জন্যে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।  এই পর্বে সাধারণ সম্পাদক তাপস ভট্টচার্যী  তার বার্ষিক প্রতিবেদন সবার সামনে উপস্থাপন করেন।  তার বক্তব্যে সংগঠনের বিশেষ প্রাপ্তিগুলোর কথা তুলে ধরেন।

অনেকগুলো মাইলফলকের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারকে কোভিড চিকিৎসা উপোযুগী করার জন্যে ১০ লক্ষ টাকার অনুদান উল্লেখযোগ্য এবং সবার প্রসংশা অর্জন করে। এর পরপরই বার্ষিক আর্থিক বিবরণী প্রদানের সময়।  ২০১৮ – ২০২০ সালের আর্থিক বিবরণী উপস্থাপন করেন অর্থসম্পাদক সাজ্জাদ হোসেন।  বিশ হাজার ডলারের বিশাল অর্থ সাশ্রয় সবার দৃষ্টি আকর্ষণ করে।  এই প্রথম বারের মত  অভ্যন্তরীণ উৎস থেকে সর্বোচ্চ অর্থ সংগ্রহের এবং মানবিক খাতে সর্বোচ্চ অনুদানের মাইলফলক অর্জিত হয়।  সাধারণ সম্পাদক ও অর্থসম্পাদক উপস্থিত অনেকের বিভিন্ন প্রশ্নের জবাবদেন। পরে সবার সম্মতিতে দুই বিবরণী অনুমোদিত হয়।  এই পর্বের শেষে সংগঠনের সভাপতি বাহাউদ্দিন বাহার ২০১৮ – ২০২০ সালের কার্যকরী কমিটিরবিলুপ্তি ঘোষণা করেন।

৩০ মিনিটের লাঞ্চ বিরতির পর দুপুর ২:৩০মিনিটে অনুষ্ঠানের তৃতীয় ও শেষ পর্বশুরু হয়।  এই পর্ব ছিল নির্বাচন পর্ব। পরিচালনায় ছিলেন প্রধান নির্বাচন কমিশনার সমর পাল এবং অন্য দুইজন নির্বাচন কমিশনার ফরিদ উদ্দিন খানসিদ্দিকী ও মনিরুল ইসলাম। তাদের সূচনা বক্তব্যের পরপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব কানাডা ইনক এর ২০২১ – ২০২৩ সালের কার্যকরী কমিটির সভাপতি , সাধারণ সম্পাদক এবং ট্রেজারের নাম ঘোষণা করেন।  যেহেতু এবার শুধুমাত্র একটি প্যানেলের মনোনয়ন পত্র জমা পড়েছে।

সেহেতু প্রার্থীতার সবযোগ্যতা পুঙ্খানুপূর্ন যাচাই-বাছাই  করে সভাপতি পদে এ এম এম তোহা , সাধারণসম্পাদক পদে সাজ্জাদ হোসেন এবং বিশ্বজিত পালকে অর্থসম্পাদক পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করেন। নবনির্বার্চিতদের স্বাগত জানান যথাক্রমে প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ ইলিয়াস মিয়া, ডঃ সাইফুল্লাহ চৌধরী, সুধান কুমাররায়, নাজমুল মুন্সী, সব্যসাচী চক্রবর্তী, ওয়াটারলু প্রতিনিধি কাজী তোফায়েল আহমেদ, মোশারফ হোসেন এবং আরো অনেকে।

সবশেষে সকাল ১০:৩০ মিনিট  থেকে বিকেল ৪:৩০ মিনিট পর্যন্ত দীর্ঘ  ৬ ঘন্টারএক প্রাণবন্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন অনুষ্ঠানের সভাপতি বাহাউদ্দিনবাহার।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.