
করোনা মহামারীর গত এক বছরে ব্রিটিশ কলাম্বিয়া প্রদশের ভ্যাঙ্কুভার শহরের ডেল্টা হাসপাতালের ডা. মাইকেল কারি কেবল মাত্র ৮০ বছর বয়সী রোগিদের চিকিৎসা দিয়ে এসেছেন। অথচ এখন তার পরিস্থিতি পুরোপুরি পাল্টে গেছে এবং সেখানে তরুণ রোগিদের ভিড় লেগেছে। তার কথা, ‘এখন আমি শুধু তরুণ রোগিদের দেখছি। গত কয়েক মাসে যারা ভর্তি হয়েছেন, তাদের কারোরই বয়স ৪৫ বছরের উপরে নয়। বাস্তবে আমরা ত্রিশোর্ধ্ব বয়সীদের ভর্তি করছি। এমনকী আমরা বিশোর্ধ্ব বয়সী একজনের ফুসফুসে কোভিড সংক্রমণ ঘটায় তাকে ভর্তি করেছি, যার শ্বাস-প্রশ্বাসে কষ্ট হচ্ছিল।’
তিনি আরও জানিয়েছেন, গাণিতিক হারে সংক্রমণ পরিস্থিতিকে পাল্টে দিয়েছে। নিবিড় পরিচর্যার শয্যাগুলো দ্রুতই পূরণ হয়ে যাচ্ছে এবং তা আমাদের জরুরি সেবা ও হাসপাতালের অপরাপর বিভাগের উপর নির্ঘাত চাপ সৃষ্টি করতে যাচ্ছে। তার মতে, প্রাদেশিক নিষেধাজ্ঞাগুলো যথেষ্ট কঠোর মাত্রার নয়। ইউকে ও ব্রাজিলের ভেরিয়্যান্টের প্রকোপে পরিস্থিতির অবনতি ঘটেছে।
ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশে চলতি এপ্রিল মাসের প্রথম চার দিনে কোভিড-১৯ আক্রান্ত নতুন রোগির সংখ্যা দাঁড়িয়েছে ৪,০৪০ জন, যার মাঝে ভেরিয়্যান্ট আক্রান্ত হয়েছেন ৯১৬ জন। ফলে প্রদেশে ভেরিয়্যান্ট সংক্রমিত মোট রোগির সংখ্যা দাঁড়িয়েছে ৩,৫৫৯ জন।
তাই ডা. মাইকেল কারির মতে, আমরা বর্তমান পরিস্থিতি নিয়ে দুর্ভাবনায় রয়েছি। আর যতক্ষণ না মানুষ টিকা নেয়া সম্পন্ন করছেন, ততক্ষণ এই জীবাণুর সংক্রমণ রোধে আমাদের কঠোরতম পদক্ষেপ গ্রহণের পদক্ষেপটি না নিলে চলছে না।