শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
0.6 C
Toronto

Latest Posts

মিত্রদের কাছ থেকে ভ্যাকসিন পাওয়ার চেষ্টায় ডগ ফোর্ড

- Advertisement -
অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ড

আরও বেশি কোভিড-১৯ ভ্যাকসিন নিশ্চিত করতে অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ড কানাডার আন্তর্জাতিক মিত্রদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। অন্টারিও সরকারের একজন মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

রোববার সরকারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন নিতে বয়সসীমা কমানোর ব্যাপারে আমরা ফেডারেল সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় আছি। আবার মডার্না তাদের ভ্যাকসিনের জাহাজিকরণ কমিয়ে দিয়েছে। এসবের পরিপ্রেক্ষিতে আমাদের আন্তর্জাতিক মিত্রদের কাছ থেকে অন্টারিওর জন্য অধিক ভ্যাকসিন নিশ্চিত করতে যোগাযোগ শুরু করে দিয়েছেন প্রিমিয়ার ডগ ফোর্ড।

- Advertisement -

অন্টারিও সরকার বলে আসছে, গত ডিসেম্বরে ভ্যাকসিনেশন শুরু হওয়ার পর ফেডারেল সরকারের সরকারের সরবরাহ ইস্যুতে এ কর্মসূচি বিঘিœত হয়েছে।

গত সপ্তাহে মডার্নার পক্ষ থেকে জানানো হয়, এপ্রিলের শেষ নাগাদ কানাডায় ১২ লাখ ডোজ ভ্যাকসিন সরবরাহের কথা থাকলেও দেশটিকে ৫ লাখ ডোজ দেওয়া হচ্ছে। যদিও পরবর্তীতে তা ৬ লাখ ৫০ হাজার ডোজে উন্নীত হয়েছে।

একইসঙ্গে ন্যাশনাল অ্যাডভাইজরি কমিটি অন ইমিউনাইজেশন অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের বিষয়ে তাদের সুপারিশে এখন পর্যন্ত কোনো পরিবর্তন আনেনি। কেবল ৫৫ বছরের বেশি বয়সীদের মধ্যে ভ্যাকসিনটি প্রয়োগের পক্ষে মত দিয়েছে কমিটি। তবে অনেক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ভ্যাকসিনটির জন্য বয়সসীমা কমানোর দাবি জানিয়েছেন এবং কোভিড রোগীদের হাসপাতালে ভর্তি বেড়ে যাওয়ায় এটি করার ক্ষমতা অন্টারিও সরকারের রয়েছে।

গত রোববার প্রদেশে নতুন করে ৪ হাজার ২৫০ জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। এ নিয়ে টানা পাঁচ দিন আক্রান্তের সংখ্যা ৪ হাজারের উপরে রইলো। এছাড়া আক্রান্ত হওয়ার পর রেকর্ড ২ হাজার ১০৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। ৭৪১ জনকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং ৫০৬ জন ভেন্টিলেটরের সাহায্যে শ^াস-প্রশ^াস নিচ্ছেন।

এখন পর্যন্ত অন্টারিও ৩৮ লাখ ৩৭ হাজার ৮৮১ ডোজ ভ্যাকসিন প্রয়োগ করেছে। ফেডারেল সরকারের কাছ থেকে তারা ভ্যাকসিন পেয়েছে ৪৮ লাখ ৫২ হাজার ৮৮৫ ডোজ। প্রদেশের পক্ষ থেকে বলা হচ্ছে, তাদের আরও বেশি ভ্যাকসিন প্রয়োগের সক্ষমতা থাকলেও সরবরাহ সংকটে তা সম্ভব হচ্ছে না।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.