শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
1.6 C
Toronto

Latest Posts

পার্টি ভন্ডুল করল পুলিশ

- Advertisement -

টরন্টোতে রোববার একটি বড় জমায়েত ভন্ডুল করেছে পুলিশ। সেই সঙ্গে একাধিক টিকিটও ইস্যু করা হয়েছে।

- Advertisement -

পুলিশের ভাষ্যমতে, রাত ১২টা ২০ মিনিটের দিকে ৩০ জনের একটি দল জমায়েতের চেষ্টা করছিলেন। জানতে পেরে পুলিশ কর্মকর্তারা সেটি নস্যাৎ করে দেয়। কিন্তু পরক্ষণেই বাসিন্দারা আবার ফিরে আসে এবং পুলিশকেও ঘটনাস্থলে ফিরে আসতে হয়।

কুইন স্ট্রিট ও গ্ল্যাডস্টোন এভিনিউয়ের একজন বাসিন্দা জানান, ঘটনাস্থলে পুলিশ আসার পর কয়েক ডজন মানুষকে রাস্তা বেয়ে দৌড়ে যেতে দেখেন। তাদেরকে দেখে মনে হচ্ছিল কোনো পার্টি থেকে তারা এসেছেন। প্রত্যেকেই পার্টির পোশাকে ছিলেন এবং তারা ভালো সময় কাটিয়েছেন বলে মনে হচ্ছিল। পরে রাত দুইটার দিকে আমার কুকুরকে নিয়ের হাটতে বের হই এবং সেখানে চার-পাঁচজন পুলিশ কর্মকর্তাকে দেখতে পাই। সেখানে অনেক মানুষ ছিলেন এবং তারা পুলিশের সঙ্গে ভালো ব্যবহার করছিলেন। এক পর্যায়ে পুলিশ চলে যেতে বললে তারা ওই স্থান ত্যাগ করেন।

নাম প্রকাশ না করার শর্তে আরেকজন প্রত্যক্ষদর্শী জানান, রাস্তায় ৪০ থেকে ৫০ জনকে তিনি দেখেছেন। রাস্তায় পুলিশকে আলো জ¦ালিয়ে তাদেরকে তাড়া করতে দেখা যায়।

প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, পার্টির আয়োজনটি করা হয়েছিল একটি খুচরা প্রতিষ্ঠানের দ্বিতীয় তলায় এবং জমায়েত ব্যালকোনি পর্যন্ত চলে যায়। জানালাগুলো পর্দা দিয়ে ঢাকা ছিল। স্থানীয় ব্যবসায়ীরা বলেন, এই স্থানে প্রতি চার সপ্তাহের মধ্যে তিন সপ্তাহেই জমায়েত হয়ে থাকে।

এ ঘটনায় একাধিক অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে ঠিক কতজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে সে ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি। পরের দিকে অবশ্য ৭৫০ ডলারের ছয় থেকে ১০টি টিকিট ইস্যুর কথা জানানো হয় পুলিশের পক্ষ থেকে। পুলিশের মতে, এতো বেশি সংখ্যক মানুষের পার্টি ভেঙে দেওয়া কঠিন এবং বিপজ্জনক।

অন্টারিওতে বর্তমানে স্টে-অ্যাট-হোম আদেশ বলবৎ আছে। এই আদেশেল ফলে পরিবারের বাইরে কারও সঙ্গে ইনডোর ও আউটডোরে জড়ো হওয়া বেআইনী। এ নিয়ম ভঙ্গ করা শাস্তি হিসেবে ৭৫০ ডলারের টিকিট ইস্যুর বিধান রয়েছে। এ ধরনের জমায়েতের আয়োজকদের জরমিানা হতে পারে সর্বনি¤œ ১০ হাজার ডলার।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.