বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
2.5 C
Toronto

Latest Posts

উৎরে গেল ট্রুডো সরকার

- Advertisement -
বাজেট নীতি ১৭৮-১৫৭ ভোটে হাউজ অব কমন্সে অনুমোদন লাভ করে

জাস্টিন ট্রুডোর সংখ্যালঘু লিবারেল সরকার তার বৃহৎ বাজেটের ওপর তিনটি আস্থাভোটের সর্বশেষটিতেও এনডিপির সমর্থনে উৎরে গেছে। সরকারের বাজেট নীতি সোমবার ১৭৮-১৫৭ ভোটে হাউজ অব কমন্সে অনুমোদন লাভ করে।

এনডিপি নেতা জাগমিত সিং কোভিড-১৯ এর তৃতীয় ঢেউয়ের মধ্যে নির্বাচনের পথে না হাটার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সে মোতাবেক নিউ ডেমোক্র্যাটিক পার্টির (এনডিপি) এমপিরা বাজেটের পক্ষে ভোট দেন। বাজেটের বিপক্ষে ভোট দেন কনজার্ভেটিভ, ব্লক কুইবেকোয়িস ও গ্রিন পার্টির এমপিরা।

- Advertisement -

বাজেটের ওপর ভোটাভুটিকে সরকারের ওপর আস্থা হিসেবে দেখা হয়। সব বিরোধীদল যদি বাজেটের বিপক্ষে ভোট দিত তাহলে লিবারেল সরকারের পতন ঘটত এবং নতুন নির্বাচনের আয়োজন করতে হতো।

গত সপ্তাহে আরও দুটি আস্থা ভোটেও উৎরে যায় লিবারেল সরকার। কনজার্ভেটিভ ও ব্লক কুইবেকোয়িসের আনা বাজেট সংশোধনীর প্রস্তাবের ওপর ভোটাভুটি হয় সেবার।

লিবারেল সরকারের বাজেটে অর্থনীতিকে চাঙ্গা করতে নতুন করে ১০০ বিলিয়ন ডলার ব্যয়ের প্রস্তাব করা হয়েছে। মহামারির কারণে ২০২০-২১ অর্থবছরে নজিরবিহীন ৩৫৪ বিলিয়ন ডলার ঘাটতির পরও এই পরিমাণ অর্থ ব্যয়ের প্রস্তাব করা হয়েছে বাজেটে। সরকারকে চূড়ান্ত পর্যায়ে বাজেট বাস্তবায়ন বিল আনতে হবে এবং সেটাও আস্থা ভোট হিসেবেই বিবেচিত হবে।

বিপুল ব্যয়ের এ বাজেট যে নির্বাচন সামনে রেখে নয় জাস্টিন ট্রুডো এরইমধ্যে তা খোলাসা করেছেন। তবে চলতি বছর নির্বাচনের সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেননি তিনি। তার ভাষায়, তিনি একটি সংখ্যালঘু সরকারের নেতৃত্ব দিচ্ছেন এবং কখন নির্বাচন হবে সেটা সংসদের ওপর নির্ভর করছে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.