শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
1.7 C
Toronto

Latest Posts

জেঅ্যান্ডজের ভ্যাকসিনের লেবেল হালনাগাদ করল হেলথ কানাডা

- Advertisement -

সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়া ও রক্ত জমাট বাধার ঝুঁকির বিষয়টি অন্তর্ভূক্ত করে জনসন অ্যান্ড জনসনের ভ্যাকসিনের লেবেল হালনাগাদ করেছে হেলথ কানাডা। সোমবার বিকালে এ নিয়ে একাধিক টুইট করে সংস্থাটি। তাতে বলা হয়, যুক্তরাষ্ট্রে অ্যাস্ট্রাজেনেকার মতোই জ্যানসেন ভ্যাকসিন প্রয়োগের পর রক্ত জমাট বাধার বিরল কিছু ঘটনা ঘটেছে। হেলথ কানাডা এ নিয়ে উৎপাদকদের সঙ্গে সম্প্রতি যোগাযোগ করেছে।

- Advertisement -

হেলথ কানাডা জানিয়েছে, অতি সম্প্রতি রক্ত জমাট বাধার যে প্রমাণ পাওয়া গেছে তা নিয়ে ওষুধ কোম্পানি জনসন অ্যান্ড জনসনের প্রতিষ্ঠান জ্যানসেন ফার্মাসিউটিক্যালের সঙ্গে তারা ঘনিষ্ঠভাবে কাজ করেছে। অন্যান্য আন্তর্জাতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠানের মূল্যায়ন নিয়েও কাজ করেছে তারা এবং কানাডায় জনসন অ্যান্ড জনসনের ভ্যাকসিন আসার আগে এ ব্যাপারে পদক্ষেপ নিচ্ছে।

এর অংশ হিসেবে সম্ভাব্য পাশর্^প্রতিক্রিয়ার লক্ষণ সম্পর্কে কানাডিয়ানদের অবগত করতে জ্যানসেনের ভ্যাকসিনের লেবেল হালাগাদ করেছে হেলথ কানাডা। সংস্থাটির ওয়েবসাইটে সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জ্যানসেন কোভিড-১৯ ভ্যাকসিন নেওয়ার পর থ্রম্বোসাইটোপেনিয়াসহ থ্রম্বোসিস এবং রক্তক্ষরণের কিছু বিরল ঘটনা লক্ষ্য করা গেছে। ভ্যাকসিনের সঙ্গে এ ধরনের ঘটনার সম্পর্ক অমূলক নয়। বিরল এসব ঝুঁকির তুলনায় ভ্যাকসিনের উপকারিতা অনেক বেশি। যেকোনো কোভিড-১৯ ভ্যাকসিনকে ঘিরে নিরাপত্তা সম্পর্কিত কোনো ইস্যু সামনে এলে কানাডিয়ানদের তা অবহিত করার কাজ হেলথ কানাডা অব্যাহত রাখবে এবং দ্রুত সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

জনসন অ্যান্ড জনসনের ভ্যাকসিন গ্রহণের পর বেশ কয়েকজনের শরীরে রক্ত জমাট বাধার ঘটনা ঘটে। এরপর ১০ দিন ভ্যাকসিনটির প্রয়োগ স্থগিত করেন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তারা। স্থগিতাদেশ প্রত্যাহারের পরদিনই ভ্যাকসিনটির লেবেল হালনাগাদ করল হেলথ কানাডা।

জনসন অ্যান্ড জনসনের কোনো ভ্যাকসিন এখন পর্যন্ত হাতে পায়নি কানাডা। তবে ক্রয়-সংক্রান্ত মন্ত্রী অনীতা আনানন্দের তথ্য অনুযায়ী, এ সপ্তাহের শেষ দিকে জনসন অ্যান্ড জনসনের ৩ লাখ ডোজ ভ্যাকসিন পাওয়ার কথা রয়েছে কানাডার। মে মাসের প্রথম সপ্তাহে বিভিন্ন প্রদেশ ও অঞ্চলে এসব ভ্যাকসিনের বিতরণ শুরু হবে। জনসন অ্যান্ড জনসনকে এক ডোজ ভ্যাকসিনের ক্রয়াদেশ দিয়েছে কানাডা।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.