শনিবার, এপ্রিল ২০, ২০২৪
5.6 C
Toronto

Latest Posts

কানাডার বাণিজ্য ঘাটতি ৩৩০ কোটি ডলারে নেমেছে

- Advertisement -

নভেম্বরে কানাডার বাণিজ্য ঘাটতি ৩৩০ কোটি ডলারে নেমে এসছে। রপ্তানি বৃদ্ধির পাশাপাশি আমদানি কমে আসায় এটা সম্ভব হয়েছে বলে জানিয়েছে স্ট্যাটিস্টিকস কানাডা।

- Advertisement -

নভেম্বরে কানাডা ৩৫০ কোটি ডলার বাণিজ্য ঘাটতিতে থাকবে বলে ধারণা করেছিলেন অর্থনীতিবিদরা। তবে স্ট্যাটিস্টিকস কানাডা বলছে, নভেম্বরে রপ্তানি দশমিক ৫ শতাংশ বেড়ে ৪ হাজার ৬৮০ কোটি ডলারে দাঁড়িয়েছে। মহামারির আগে ফেব্রুয়ারি মাসের তুলনায় এ পরিমাণ ১৫০ কোটি ডলার কম। এ সময় ধাতব ও অধাতব খনিজ পণ্যের রপ্তানি ১১ দশমিক ৬ শতাংশ বেড়েছে। এছাড়া যুক্তরাজ্যে পরিশোধিত স্বর্ণের রপ্তানিও এ সময় বেড়েছে।

অন্যদিকে নভেম্বরে আমদানি কমেছে দশমিক ৩ শতাংশ। মাসটিতে কানাডায় আমদানি হয়েছে মোট ৫ হাজার ১০ কোটি ডলারের পণ্য। এ সময়ে শিল্পের মেশিনারি ও যন্ত্রপাতির আমদানি কমেছে ৩ দশমিক ৯ শতাংশ। তারপরও মহামারিপূর্ব সময়ের চেয়ে আমদানির পরিমাণ বেশি আছে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.