বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
9.2 C
Toronto

Latest Posts

হাইস্কুল শিক্ষার্থীদের ৬৩ কোটি ৫৯ লাখ ডলারের তদন্ত হবে

- Advertisement -

হাইস্কুল শিক্ষার্থীরা কীভাবে ৬৩ কোটি ৫৯ লাখ ডলারের মহামারি তহবিলের জন্য যোগ্য হলো তা নিয়ে তদন্ত হবে বলে জানিয়েছেন সংসদীয় বাজেট কর্মকর্তা।

- Advertisement -

তবে কীভাবে এবং কেন হাইস্কুল শিক্ষার্থীরা এ তহবিলের অর্থ পেল সে সম্পর্কে কোনো মন্তব্য করতে চাননি প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি শুধু বলেন, মহামারি সম্ভবত তরুণদের ভীত করে তুলছে। মহামারির কারণে অর্থনৈতিক যে মন্দা তাতে তরুণরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আমরা সেটা মেনেও নিয়েছি। সুযোগ হারানোর বিষয়টি আগামী কয়েক বছরও যে তাদেরকে তাড়িয়ে বেড়াবে সেটাও আমরা জানি। এ কারণেই তাদের জন্য নজিরবিহীন কিছু পদক্ষেপ আমরা গ্রহণ করেছে। শিক্ষার্থীদের জন্য সিইআরবি সেগুলোর অন্যতম।

করোনাভাইরাস মহামারির কারণে কাজ হারানো কানাডিয়ানদের সহায়তায় ২০২০ সালে মার্চে সিইআরবি গঠন করা হয়। তথ্য অনুযায়ী, ২ হাজার ডলারের ৩ লাখ ১৭ হাজার ৯৯০টি চেকের বিপরীতে অর্থ পরিশোধ করেছে রেভেনিউ কানাডা।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.