
কোভিড-১৯ সংক্রমণ দেখা দেওয়ার পর টরন্টোর স্কারবোরোর একটি সরকারি স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। লরেন্স অ্যান্ড মিডল্যান্ড এভিনিউয়ের নিকটবর্তী ডনউড পার্ক পাবলিক স্কুলটির ছয়জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। এর মধ্যে চারজন আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্টে।
টরন্টো জনস্বাস্থ্য বিভাগ এক বিবৃতিতে বলেছে, সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে স্কুলটি বন্ধ ঘোষণা করা হয়েছে, যাতে করে তদন্তকাজ সম্পন্ন করা যায়। সেই সঙ্গে স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের সুরক্ষা দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণ করাও এর লক্ষ্য। স্কুল বন্ধের সিদ্ধান্তের কথা সোমবার সকালেই শিক্ষক ও শিক্ষার্থীদের জানিয়ে দিয়েছে টরন্টো ডিস্ট্রিক্ট স্কুল বোর্ড।
বোর্ডের মুখপাত্র রায়ান বার্ড বলেন, ১৪ দিন পর্যন্ত স্কুলটি বন্ধ থাকবে বলে ধারণা করা হচ্ছে। স্কুল খোলার আনুষ্ঠানিক তারিখ নির্ধারণ করার পর অভিভাকদের তা জানিয়ে দেওয়া হবে।
গোষ্ঠী সংক্রমণ থেকেই এই চারজন আক্রান্ত হয়ে থাকতে পারেন বলে মনে করছে টরন্টো জনস্বাস্থ্য বিভাগ। রায়ান বার্ড এ প্রসঙ্গে বলেন, কোন ভ্যারিয়েন্টের কারণে এ সংক্রমণ সেটি এখনও পরিস্কার নয়। অতিরিক্ত সতর্কতামূলক পদক্ষেপ হিসেবেই স্কুলটি বন্ধ ঘোষণা করা হয়েছে। কারণ, ভাইরাসটি স্কুলের অন্যদের মধ্যেও ছড়িয়ে পড়তে পারে।
সংক্রমিতদের সংস্পর্শে আসা ব্যক্তিদের ওপর নজর রাখছে স্বাস্থ্য ইউনিট। সেই সঙ্গে স্কুলের সব শিক্ষক-শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যদেরও কোভিড পরীক্ষা করার সুপারিশ করেছে তারা।
এদিকে টরন্টো ডিস্ট্রিক্ট স্কুল বোর্ড এক টুইটে জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্কুলটি বন্ধ থাকবে। টরন্টো ডিস্ট্রিক্ট স্কুল বোর্ডের শিক্ষার্থীরা সশরীরে পাঠ নিতে গত ১৬ ফেব্রুয়ারি শ্রেণিকক্ষে ফেরে। টরন্টো জনস্বাস্থ্য বিভাগ গত সপ্তাহে জানায়, টরন্টোর স্কুলগুলোতে এখন পর্যন্ত ১১ জন নতুন ভ্যারিয়েন্টে সংক্রমিত হয়েছে। তবে সংখ্যাটি বাড়তে পারে বলে মনে করছেন সিটির মেডিকেল অফিসার।