শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
1.6 C
Toronto

Latest Posts

আরসিএমপিতে হয়রানির ব্যাপারে ব্যবস্থা চান বিল ব্লেয়ার

- Advertisement -
জননিরাপত্তা মন্ত্রী বিল ব্লেয়ার…ছবি/ফাইল

গণমাধ্যমে প্রকাশিত আরসিএমপি ইন্টেলিজেন্স সেন্টারে হয়রানির ব্যাপারে সংস্থাটি কি পদক্ষেপ নিচ্ছে তার ব্যাখ্যা চেয়েছেন জননিরাপত্তা মন্ত্রী বিল ব্লেয়ার। আলফন্সে ম্যাকনেইলের প্রতিবেদনে বলা হয়েছে, গোয়েন্দা বিশ্লেষকরা কর্মক্ষেত্রে হয়রানির বিষয়ে অভিযোগ দেওয়ার পরও আরসিএমপির জ্যেষ্ঠ কর্মকর্তারা তিন বছরেরও বেশি সময় ধরে তা আমলে নেননি।

ন্যাশনাল ইন্টেলিজেন্স কোঅর্ডিনেশন সেন্টারের ওপর প্রতিবেদন তৈরির কাজ ১০ মাস আগেই সম্পন্ন হয়েছে। যদিও এ ব্যাপারে ব্যবস্থাপনা কর্ম পরিকল্পনা প্রণয়নের কাজ এখনও চলছে বলে জানিয়েছে আরসিএমপি।
জননিরাপত্তা মন্ত্রীর মুখপাত্র মেরি-লিজ পাওয়ার বলেন, আমরা আশা করছি ম্যাকনেইলের প্রতিবেদনটি গুরুত্বের সঙ্গে নিয়ে সুপারিশগুলো সতর্কতার সঙ্গে সময়মতো বাস্তবায়ন করা হবে।

- Advertisement -

যদিও এ ব্যাপারে বিল ব্লেয়ারের পদক্ষেপের সমালোচনা করেছেন জননিরাপত্তা ক্রিটিক শ্যানন স্টাবস। তিনি বলেন, আবারও গুরুত্বপূর্ণ ইস্যুতে ব্যবস্থা গ্রহণে ঢিলেমির স্বাক্ষর রাখলেন মন্ত্রী বিল ব্লেয়ার। কারণ এটি তার দয়িত্ব ও কর্তৃত্বের মধ্যেই পড়ে।

মহাপরিচালক ক্যামেরন ওটিসের অধীনে আরসিএমপির ন্যাশনাল ইন্টেলিজেন্স সেন্টারে হয়রানির অভিযোগ ওঠে। সিকিউরিটি অব ইনফরমেশন অ্যাক্টের আওতায় তাকে গ্রেপ্তারের পর ২০১৯ সালের ডিসেম্বরে অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়। ম্যাকনেইল তাদের প্রতিবেদনে বলেছে, ২০১৬ সালে দায়িত্ব নেওয়ার পরপরই আরসিএমপির গোয়েন্দা বিশ্লেষকরা ক্যামেরন ওটিসের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ করেছিলেন। কিন্তু তিন বছর পর তাকে গ্রেপ্তারের আগ পর্যন্ত অভিযোগকে গুরুত্ব দেওয়া হয়নি।

দুর্ব্যবহারের শিকার কর্মীদের একজন বলেন, তার কাজকে আবর্জনা বলে ছোট করা হতো এবং এটা তার মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে।

বিল ব্লেয়ারের মুখপাত্র এ ব্যাপারে বলেন, আরসিএমপির অভ্যন্তরে সব ধরনের হয়রানি প্রতিরোধ ও নির্মূলের ক্ষমতা দেওয়া হয়েছে কমিশনারকে। আশা করছি অর্পিত দায়িত্ব তিনি পালন করবেন।

আরসিএমপিতে হয়রানি বন্ধে অনেকদিন ধরেই অঙ্গীকার করে আসছে ফেডারেল সরকার। লিজ-পাওয়ার বলেন, কর্মক্ষেত্রে কেউ বৈষম্য ও হয়রানির শিকার হোক এটা একেবারেই কাম্য নয়। কিন্তু এটাই কানাডার অনেক কর্মী ও আরসিএমপির নিত্য বাস্তবতা।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.