
চলতি বছরই অন্টারিওর সামার ক্যাম্পগুলো খুলে দেওয়ার পক্ষে সবুজ সংকেত দিয়েছেন প্রিমিয়ার ডগ ফোর্ড। রোববার মিসিসোগার একটি ভ্যাকসিনেশন ক্লিনিক পরিদর্শণে গিয়ে তিনি বলেন, অধিক সংখ্যক অন্টারিয়ান ভ্যাকসিনেশনের আওতায় আসতে থাকায় এই গ্রীষ্মেই সামার ক্যাম্পগুলোর চালু করা সম্ভব হবে।
প্রিমিয়ার ডগ ফোর্ড বলেন, যত সংখ্যক মানুষ ভ্যাকসিন নেবেন তত দ্রুত আমরা সামার ক্যাম্পগুলো খুলে দিতে পারব। শিগগিরই খুব শিগগিরই আমরা এগুলো খুলে দেব। ৩ জুলাই সম্ভবত সেই তারিখ।
ডগ ফোর্ড এ ব্যাপারে বিস্তারিত আর কিছু বলেননি। তবে তার কার্যালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, খুলে দেওয়ার পরিকল্পনা নিয়ে চিফ মেডিকেল অফিসারের সঙ্গে কাজ করছেন তারা। তিনি বলেন, বর্ধিত স্টে-অ্যাট-হোম আদেশের মেয়াদ ২ জুন শেষ হচ্ছে। তার আগে পরিস্থিতি কি দাঁড়াবে সে সম্পর্কে বিস্তারিত আমরা জানিয়ে দেব।
সামার ক্যাম্পগুলোর বিষয়ে সরকারের ঘোষণার জন্য অনেক অভিভাবক ও ক্যাম্প পরিচালনাকারী অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন। সামার ক্যাম্পগুলো খুলে দেওয়ার আহ্বান জানিয়ে গত কয়েক সপ্তাহে অনেকেই ডগ ফোর্ডের কাছে চিঠি পাঠিয়েছেন। একই আহ্বান জানিয়ে গত সপ্তাহে প্রিমিয়ারের কাছে চিঠি পাঠিয়েছেন অন্টারিওর দেড় হাজারের বেশি শিশু বিশেষজ্ঞও। চিঠিতে তারা বলেছেন, এই গ্রীষ্মে আমাদের শিশুদের কিছুটা আশার আলো দেখতে দিন।
এদিকে ডগ ফোর্ডের ঘোষণার পর বিবৃতি দিয়েছে অন্টারিও ক্যাম্পস অ্যাসোসিয়েশন। এ ঘোষণায় উল্লাস প্রকাশ করে বিবৃতিতে তারা বলেছে, আমাদের ক্যাম্প ও তাদের কমিউনিটির জন্য নির্দেশিকা এবং খুটিনাটি নিয়ে আগামী দিনগুলোতে আমরা সরকার ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অপেক্ষায় আছি।