
জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত সাস্কেচুয়ান, ম্যানিটোবা ও ব্রিটিশ কলাম্বিয়াতে লক্ষ্যণীয় হারে খরা অথবা কম বৃষ্টিপাত দেখা গেছে। এ অবস্থায় দাবানল নিয়ে উদ্বেগে রয়েছেন বিশেষজ্ঞরা। তবে দাবানলের তীব্রতা নির্ভর করবে আগামী কয়েক মাসে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকে তার ওপর।
ইউনিভার্সিটি অব আলবার্টার ওয়াইল্ডল্যান্ড ফায়ারের অধ্যাপক মাইক ফ্ল্যানিংগান বলেন, আলবার্টায় দাবানলের ঘটনা সবচেয়ে বেশি ঘটে মে মাসে। ব্রিটিশ কলাম্বিয়া বাদে কানাডার অন্যান্য অঞ্চলে দাবানলের তীব্রতা দেখা দেয় জুন ও জুলাই মাসে। আর ব্রিটিশ কলাম্বিয়ায় এ ধরনের ঘটনা বেশি প্রত্যক্ষ করা যায় আগস্ট মাসে। এটা কেবল জুন মাসের ওপর নির্ভর করে এমন নয়। জুন, জলাই ও আগস্ট মাসে আবহাওয়া কেমন থাকে তার ওপরও নির্ভর করে এটি। সাম্প্রতিক সময়ে আগুনের ঘটনা কমতে দেখা গেছে। তবে বজ্রপাতের কারণে অনেক বেশি এলাকা পুড়েছে। বজ্রপাতের কারণে আগুনের ঘটনা সাধারণত প্রত্যন্ত অঞ্চলগুলোতে দেখা যায়।
ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়ার ফরেস্ট্রি বিভাগের অধ্যাপক লরি ড্যানিয়েলস বলেন, ব্রিটিশ কলাম্বিয়াতে আগুনের ঘটনা নির্ভর করে জুন ও জুলাই মাসে কতটা বৃষ্টিপাত হচ্ছে তার ওপর। এখানে সবচেয়ে বেশি অগ্নিকা- ঘটেছিল ২০১৭ সালে এবং বছরটিতে মে ও জুনের প্রথম দিকটা বেশ ঠান্ডা ছিল এবং মাসের শেষ দিকে শুষ্ক আবহাওয়া বিরাজমান ছিল।
ফ্ল্যানিংগান বলেন, কি ঘটতে যাচ্ছে সেটা আমি বলতে পারব না। এখন পর্যন্ত কি ঘটেছে আমি কেবল সেটা বলতে পারি। কিন্তু অগ্নিকা-ের মৌসুমের বাকি সময়টা কেমন যাবে সেটা আমার জানা নেই।