বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
5.9 C
Toronto

Latest Posts

আবাসিক স্কুলের বিষয়ে ক্যাথোলিক চার্চকে দায়িত্ব নিতে বললেন ট্রুডো

- Advertisement -
প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো

কানাডার আবাসিক স্কুল ব্যবস্থার প্রতি ক্যাথোলিক চার্চকে এগিয়ে আসার ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি বলেন, গত কয়েক বছর ধরে ক্যাথলিক চার্চের যে অবস্থান একজন ক্যাথলিক হিসেবে আমি তাতে হতাশ।

১২০ বছর ধরে সরকারি অর্থায়নে ও চার্চের পরিচালনায় আদিবাসী শিশুদের স্কুলগুলো চলছে এবং এতে ইনস্টিটিউশনের ভূমিকার জন্য ২০১৭ সালে ব্যক্তিগতভাবে পোপের কাছে ক্ষমা চেয়েছিলেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সেই বিষয়টিও উল্লেখ করেন তিনি।

- Advertisement -

ট্রুডো বলেন, এই ইস্যুতে কানাডার ক্যাথোলিকদের বিশপ ও কার্ডিনালদের শরণ নেওয়াটা গুরুত্বপূর্ণ। আশা করব, স্কুলের রেকর্ড সংরক্ষণ প্রক্রিয়ায় চার্চগুলো গুরুত্বপূর্ণ অংশ হবে। চার্চগুলোকে এইসব দলিলপত্র সরবরাহে বাধ্য করার হাতিয়ার সরকারের হাতে রয়েছে। তবে আমি চাই না প্রতিষ্ঠানটিকে আদালতের সামনে হাজির করাতে।

দ্য কানাডিয়ান কনফারেন্স অব ক্যাথোলিক বিশপস ২০১৮ সালে এক ঘোষণায় বলে, পোপ আবাসিক স্কুলের ব্যাপারে ব্যক্তিগতভাবে ক্ষমা চাইতে পারেন না। যদিও বিশ^ব্যাপী আদিবাসীরা যে অবিচারের শিকার হচ্ছেন সেটা স্বীকার করতে তার কোনো দ্বিধা নেই।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.