মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪
14.3 C
Toronto

Latest Posts

রেকর্ড সংখ্যক নবাগতকে স্বাগত জানাচ্ছে কানাডা

- Advertisement -
ছবি/ সিবাসটাইন টান

অর্থনীতিকে সামনে এগিয়ে নিতে নবাগতদের ওপর নির্ভর করছে কানাডা । কারণ, ব্যাংকের গ্রাহক প্রবৃদ্ধির গুরুত্বপূর্ণ উৎস হিসেবে প্রতি বছর বিপুল সংখ্যক মানুষ কানাডায় আসছে।

ইওয়াই কানাডার ব্যাংকিং ট্রান্সফরমেশন লিডার অভিষেক সিনহা বলেন, কেবল বৃহৎ ব্যাংকগুলো নয়, সব শ্রেণির ব্যাংকের মধ্যেই এ দিকে মনোযোগ বাড়াতে দেখছি আমরা। আপনি যদি বিগ ফাইভের সঙ্গে কথা বলেন অথবা পরবর্তী ধাপের ব্যাংকের সঙ্গে এমনকি ক্রেডিট ইউনিয়ন বিভাগের সঙ্গে কথা বলেন তাহলেও দেখবেন নবাগতরা খুবই গুরুত্বপূর্ণ।
কানাডা রেকর্ড সংখ্যক নবাগতকে স্বাগত জানাচ্ছে। এ বছরের শেষ নাগাদ ৪ লাখ ৩২ হাজার জনকে স্থায়ী বাসিন্দার মর্যাদা দেওয়ার লক্ষ্য রয়েছে কানাডার। ২০২৪ সালে তা ৪ লাখ ৫১ হাজারে উন্নীত হবে। ২০১০ এর দশকের প্রথমভাগে প্রতি বছর নবাগতের সংখ্যা ছিল গড়ে ২ লাখ ৬০ হাজার।

- Advertisement -

কানাডার শ্রমশক্তির প্রবৃদ্ধির প্রায় পুরোটা এবং জনসংখ্যা বৃদ্ধির তিন-চতুর্থাংশ হয়ে নবাগতদের কারণে এবং এটা ব্যাংকগুলোকে অংশীদারিত্ব প্রতিষ্ঠায় উদ্বুদ্ধ করছে। আরবিসি ও ভারতের আইসিআইসিআই ব্যাংকের মধ্যে অংশীদারিত্ব এর একটি উদাহরণ।

আরবিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভ ম্যাকে গত আগস্টে বলেন, অভিবাসন রেকড পর্যায়ে পৌঁছে যাওয়ায় আমরা আইসিআইসিআই ব্যাংক কানাডার সঙ্গে সহযোগিতা চুক্তি করেছি।
কিছু শিক্ষার্থী ভিসার জন্য শিক্ষার্থীদের নগদ অর্থ জমা রাখতে হয়। এই চুক্তির ফলে শিক্ষার্থীরা কানাডায় আরবিসির অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর করতে পারবেন। প্রাথমিকভাবে কর্মসূচিটি শিক্ষার্থীদের জন্য শুরু হলেও আরবিসি পরবর্তীতে এটি আরও সম্প্রসারিত করতে চায়।

ম্যাকে বলেন, চুক্তি অনুযায়ী আইসিআইসিআই কানাডা সব নবাগতকে আরবিসিতে অ্যাকাউন্ট খোলার সুপারিশ করবে, যার ফলে কানাডায় প্রবেশের পর আরবিসিতে অ্যাকাউন্ট খোলা তাদের জন্য সহজ হবে।

সার্বিকভাবে কানাডায় আন্তর্জাতিক শিক্ষার্থী আগমন তিনগুন বেড়ে ২০১৯ সালে ৬ লাখ ৩৮ হাজারে উন্নীত হয়েছে। তবে মহামারির কারণে ২০২১ সালে সংখ্যাটি কমে দাঁড়ায় ৬ লাখ ২২ হাজারে।

 

 

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.