বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
7.3 C
Toronto

Latest Posts

জলবায়ুর পরিবর্তনের সচেতন করার কর্মশালা

- Advertisement -
কর্মশালায় ৬০ জনের অধিক
অংশগ্রহণকারী অংশগ্রহণ করেন

গত ২৪ শে সেপ্টেম্বর কমিউনিটি গার্ডেন ১ এবং ২ এর বাগানি ও ওকরিজ নেইবারহুড ও অন্যান্য নেইবারহুডের বাসিন্দাদেরসহ জলবায়ু পরিবর্তনে সচেতন করার ট্রেনিং এবং কর্মশালার আয়োজন করা হয়। উক্ত কর্মশালার শুরুতে আদিবাসীদের ভূমির প্রতি শ্রদ্ধা জানিয়ে ল্যান্ড অ্যাকনলেজমেন্ট বক্তব্য পাঠ করেন কমিউনিটি লিডার শাহ গোলাম মহিউদ্দিন। তাছাড়া তিনি কিচেন ও গার্ডেনের আবর্জনা থেকে প্রয়োজনীয় কম্পোস্ট তৈরির মাধ্যমে জিরো ওয়েস্ট কিভাবে করা সম্ভব হয় তাহা বিশদভাবে হাতে-কলমে বর্ণনা করেন।

ক্রুকড ফার্মস এর শন স্মিথ কম্পোস্ট তৈরির বিভিন্ন উপাদান যেমন কার্বন, নাইট্রোজেন, পানি এবং বায়ু দ্বারা কিভাবে বাগানের উপযোগী ও দরকারি কম্পোষ্ট তৈরি করা যায় তাহা হাতে কলমে অংশগ্রহণকারীদের প্রদর্শন করেন।

- Advertisement -

এক্সেস অ্যালায়েন্সের মারভীন ম্যাকলাউড কিভাবে বাইকিং এবং সাইক্লিং এর মাধ্যমে গ্যাস বাঁচানো যায় এবং গ্রিনহাউস গ্যাস কমানো যায় তা বিশদভাবে ব্যাখ্যা করেন। কমিউনিটি লিডার আনার দিলারা কোন আবর্জনা কোথায় এবং কোন বিনে ফেলতে হয় তার উপর একটি কুইজ প্রতিযোগিতা পরিচালনা করেন এবং অংশগ্রহণকারীদের কে উৎসাহিত করার জন্য লিভ গ্রীন, টরন্টো কর্তৃক প্রেরিত পুরস্কার বিতরণ করা হয়।অত্যন্ত আনন্দঘন এবং উৎসবমুখর পরিবেশে কর্মশালার কার্যক্রম সুচারুরূপে পরিচালনা করা হয়। কর্মশালায় ৬০ জনের অধিক
অংশগ্রহণকারী অংশগ্রহণ করেন। সবার মাঝে দুপুরের খাবার পরিবেশন শেষে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে কর্মশালার সমাপ্তি ঘোষনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.