বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
8.3 C
Toronto

Latest Posts

এয়ার কানাডার রাজস্ব বেড়েছে পাঁচগুন

- Advertisement -
ফাইল ছবি

বুকিং বৃদ্ধি পাওয়ায় চলতি বছরের সর্বশেষ প্রান্তিকে এয়ার কানাডার রাজস্ব পাঁচগুন বেড়েছে। তবে তিন মাস খুব চ্যালেঞ্জিং হওয়ায় কোম্পানির নিট লোকসান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন এয়ার কানাডার প্রধান নির্বাহী কর্মকর্তা মাইকেল রুসো।

এয়ারলাইনটির পক্ষ থেকে বলা হয়েছে, গ্রীষ্মের ভ্রমণ মৌসুম প্রায় পুরো মাত্রায় ফিরে এসেছে। দ্বিতীয় প্রান্তিকে টিকিট বিক্রি ২০১৯ সালে যা ছিল তার ৯৪ শতাংশে উন্নীত হয়েছে। অর্থনৈতিক মন্দার মধ্যেও টিকিট বিক্রি ভালো অবস্থায় রয়েছে। বলে জানান কোম্পানির প্রধান আর্থিক কর্মকর্তা লুসি গিলেমেট।

- Advertisement -

৩০ জুন সমাপ্ত হিসাব বছরে গ্রাহক বেড়ে দাঁড়িয়েছে ৯১ লাখে, যা ২০১৯ সালে মহামারি পূর্ববর্তী সময়ের ৭১ শতাংশ। যাত্রী বাবদ রাজস্ব দাঁড়িয়েছে মহামারি পূর্ববর্তী অবস্থার ৮০ শতাংশে। এটা সম্ভব হয়েছে উচ্চ জ¦ালানি মূল্য যাত্রীদের ওপর চাপিয়ে দেওয়ার ফলে। ফ্লাইট শিডিউল তিন বছর আগের তুলনায় ২০ শতাংশ ছোট হওয়ার পরও সর্বশেষ প্রান্তিকে জেট ফুয়েল বাবদ ৪৫ শতাংশ বেশি খরচ করেছে এয়ারলাইনটি।

এয়ার কানাডার তথ্য অনুযায়ী, কর্মীদের বেতন মহামারি-পূব্র্বর্তী সময়ের ৯০ শতাংশে পৌঁছে গেছে। কারণ, গত হেমন্ত থেকে কর্মী নিয়োগ ও প্রশিক্ষণে জোর দিয়েছে তারা। ২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত এয়ারলাইনটিতে পূর্ণকালীন কর্মী ছিল ২১ হাজার ৩০০ জন। চলতি বছরের জুন শেষে এ সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৫০০ জনে।
রুশো বলেন, সব ধরনের পরিকল্পনা সত্ত্বেও বর্ধিত যাত্রী আকাশ পরিবহন ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত সবাইকেই বিপদের মধ্যে ফেলে দিয়েছে। সমগ্র বিশে^ই এটা দেখা যাচ্ছে। যাত্রীরা ভোগান্তিতে পড়ায় আমরা গভীরভাবে দুঃখিত।

পরিচালনগত স্থিতিশীলতা না থাকায় যাত্রীদের কাছে ক্ষমা চেয়েছেন প্রধান পরিচালন কর্মকর্তা ক্রেইগ ল্যান্ড্রি।

দ্বিতীয় প্রান্তিকে এয়ার কানাডার লোকসান কমে দাঁড়িয়েছে ৩৮ কোটি ৬০ লাখ ডলারে। এক বছর আগে একই প্রান্তিকে লোকসানের পরিমাণ ছিল যেখানে ১১৭ কোটি ডলার। ওই সময় ভ্রমণ সংক্রান্ত বিধিনিষেধ বলবৎ ছিল। দ্বিতীয় প্রান্তিকে এয়ারলাইনটির রাজস্ব দাঁড়িয়েছে ৩৯৮ কোটি ডলার। গত বছরের একই সময়ের তুলনায় যা ৩৭৫ শতাংশ বেশি। ২০২১ সালের দ্বিতীয় প্রান্তিকে এয়ার কানাডার রাজস্বের পরিমাণ ছিল মাত্র ৮৩ কোটি ৭০ লাখ ডলার।

 

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.