শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
8.2 C
Toronto

Latest Posts

গ্রেটার ফরিদপুর এসোসিয়েশন অব কানাডার জমজমাট পিকনিক

- Advertisement -
গত ৩০ জুলাই স্থানীয় এ্যাডামস পার্কে আয়োজন করা হয় বার্ষিক পিকনিকের

গ্রেটার ফরিদপুর এসোসিয়েশন অব কানাডার উদ্যোগে প্রতিবছরের মতো এবারও গত ৩০ জুলাই স্থানীয় এ্যাডামস পার্কে আয়োজন করা হয় বার্ষিক পিকনিকের। ৫ শতাধিক ফরিদপুরিয়ান এই আয়োজনে অংশ নেন। এবারের পিকনিকে স্পন্সর ছিলেন ড. যশোদা জীবন দেবনাথ, গৌতম পাল, ফেরদৌস আহমেদ, ইউসুফ সেখ, মুহাম্মদ আলী শাওন, আশাব উদ্দিন খান আসাদ, সাব্বির খান, আবুল হাশেম, জয়ন্ত সিনহা, রায়হান রহমান ও আরিফ ইমতিয়াজ। আয়োজকদের পক্ষে স্পন্সরদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, পিকনিক কনভেনার সহিদুল ইসলাম, যুগ্ন কনভেনার মাশাউর রাহমান, মতিন মুনশি, বিপ্লব চৌধুরী, বিপুল দেবনাথ, মশিউর রহমান, রেজা সাত্তার, ইমাম হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোস্তাফা কামাল, মুহাম্মদ শাওন (রিয়েল্টর), জহুরুল টানা মাসব্যাপি পরিশ্রম করে এই আয়োজনকে সফল করেন।

- Advertisement -

পিকনিক স্পটে ভলান্টিয়ারের দায়িত্ব পালন করেন শাহিন হায়দার, রোকেয়া পারভিন, সাহিদা বেগম, রাফেজা, হাবিব, সাইমা, হুমাইরা, মৌসুমি হোসেন, মমিন খান, রুবিয়া সুলতানা, নিপা ভাবি, গৌরি দেবনাথ ও মুনমুন বেপারি।

আব্দুল হালিম মিয়া পিকনিকে উপস্থিত কিডসদের জন্য পিজ্জা সরবরাহ করা সহ সারাদিনের সকল গুরুত্বপূর্ণ কাজে সহযোগিতা করে বর্তমান কমিটিকে মুগ্ধ করেছেন। শহিদুল ইসলাম মিন্টু (উপদেষ্টা) শুরু থেকে শেষ পর্যন্ত পরামর্শ, পত্রিকায় প্রচারে সহযোগিতা এবং অর্থনৈতিক সহ অন্যান্য বিষয়ে সংগঠনের পাশে থেকেছেন। নওশের আলী মাঠে সহযোগিতা করেন। এদের সকলের প্রতি সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানো হয়।
নাজমুল হাসান ভেজি বান সরবরাহ করে সবার দৃষ্টি আকর্ষণ করেছেন। মিসেস সিরাজের হাতের তৈরি ভেজি এবং হালুয়া অনেক মজার ছিল।

বীর মুক্তিযোদ্ধা মোস্তাফা কামাল এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ হাওলাদার কে এসোসিয়েশনের পক্ষ থেকে সম্মাননা সার্টিফিকেট প্রদান করা হয়।
কমিউনিটি এবং এসোসিয়েশনের কাজে যাদের অবদান থাকবে ভবিষ্যতে তাদেরকে সম্মান দেখানো অব্যাহত থাকবে বলে জানান নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.