মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪
14.9 C
Toronto

Latest Posts

চট্টগ্রাম কলেজ এলামনাই এসোসিয়েশনের বনভোজন

- Advertisement -

গত ১৭ জুলাই রবিবার টরন্টোর এডামস পার্কে চট্টগ্রাম কলেজ এলামনাই এসোসিয়েশন কানাডার বাৎসরিক বনভোজন ২০২২ অনুষ্ঠিত হয়। কানাডায় বসবাসরত চট্টগ্রাম কলেজের অনেক প্রাক্তন ছাত্র ছাত্রী তাদের পরিবার পরিজন নিয়ে সারাদিনব্যাপী আনন্দ উৎসবে মেতে ছিলেন এই বনভোজন অনুষ্ঠানে। সারাদিন ব্যাপী আয়োজিত এই মেলায় বিভিন্ন বয়সীদের জন্য বিভিন্ন রকম উদ্ভাবনী খেলাধুলার আয়োজন ছিল অত্যন্ত আকর্ষণীয়।

- Advertisement -

উক্ত বনভোজন কমিটির আহবায়ক ওবায়দুর রেজা অ্যাসোসিয়েশনের সভাপতি মেজর মোঃ আওরঙ্গজেব চৌধুরী (অব:) কে দিনের কর্মসূচি পরিচালনা করার জন্য আহবান করেন । সভাপতি স্বাগত ভাষণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেন । এরপর চট্টগ্রাম কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও উক্ত কলেজের প্রাক্তন ভাইস প্রিন্সিপাল এবং হাজী মোহাম্মদ মহসিন কলেজের প্রাক্তন প্রিন্সিপাল প্রফেসর শাহেনশা আরাকে(অব:) ফুলের তোড়া দিয়ে বরণ করেন বনভোজন কমিটির অন্যতম সদস্যা তেহজিনা ইমদাদ (নূপুর)। সভাপতির পরিচালনায় শুরু হয় দিনের অন্যান্য সব কর্মসূচি। সারাদিন ব্যাপী বিস্তীর্ণ এই সবুজ প্রান্তর প্রাক্তন ছাত্র ছাত্রীদের পদচারনায় ছিল উৎসবমুখর। জমজমাট আড্ডা, মুখরোচক খাবার আর সবার জন্য উন্মুক্ত খেলাধুলায় সারাদিন আনন্দে কাটিয়েছে আগত সদস্য, অতিথি আর তাঁদের পরিবারবর্গ।

আয়োজক কমিটির সদস্য মাহবুবুল আলম চৌধুরী (সাইফুল), ইমদাদ হোসেন চৌধুরী, আনোয়ারুল হাকিম চৌধুরী (আরজু), ড: নুরুল হুদা মজুমদার, জেবুন নাহার বেবী, শাহানা পারভীন মুন্নী, মোঃ আলী তারেক,মোঃ মহিউদ্দিন, ওয়াসীম বাকী, আমীন চৌধুরী, মোহাম্মদ খান (ফরহাদ )প্রমুখের অক্লান্ত পরিশ্রমে একটি সফল বনভোজনের আয়োজন উপস্থিত সকলের প্রশংসা অর্জন করে। প্রেস বিজ্ঞপ্তি।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.