
ভিশন ইনফিনিটি ফাউন্ডেশনের উদ্যোগে ও ঢাকা কলেজ গ্রাজুয়েটস ইন কানাডার সহযোগিতায় ভিন্নধর্মী আয়োজন “Introduction of two outstanding Bangladeshi Canadian Talents” শিরোনামে দুই প্রজন্মের দুই গুণী বাংলাদেশী ক্যনেডিয়ানকে আমাদের কমিউনিটিতে পরিচয় করিয়ে দেওয়ার লক্ষে গত ১৬ জুলাই শনিবার বাংলাদেশী কানাডিয়ান অধ্যুষিত এলাকা ড্যানফোর্থের বিসিসিএস মিলনায়তনে (২৬৭০ ড্যানফোর্থ এভিনিউ) বিকেল ৫:০০ টায় অনুষ্ঠিত হয়।
পরিচিতির ব্যক্তিদ্বয় হলো স্থপতি আসাদুল হাকিম এবং এই প্রজন্মের সিলমী আব্দুল্লাহ। সিলমী একজন ব্যরিস্টার এবং কানাডার মেইন স্ট্রিমের লেখিকা। তাঁর প্রথম গ্রন্থ কানাডিয়ান মেইনস্ট্রিম পাঠককুলে বেশ সাড়া জাগিয়েছে। আর আসাদুল হাকিম প্লাস্টিক ব্যবহার করে অনন্য শিল্প কর্মে সবাইকে ইতিমধ্যেই মোহিত করেছেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিচেস-ইষ্ট ইয়র্কের লিবারেলের ফেডারেল সংসদের এমপি নেথানিয়েল এর্স্কিন স্মিথ এবং বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে কবি আসাদ চৌধুরী, লেখক রুমানা চৌধুরী, চলচ্চিত্র নির্মাতা ও সাংবাদিক মনিষ রফিক এবং বিসিসিএসের প্রধান স্বেচ্ছাসেবক হাসিনা কাদের। উপস্থিত সকল বক্তা দুই প্রজন্মের দুই ব্যক্তির সৃজনশীলতার ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে কমিউনিটির বিভিন্ন বয়সের ও শ্রেণী-পেশার মানুষের উপস্থিতি ইভেন্টটিকে প্রাণবন্ত করে তোলে।
তারা দুই ঘণ্টার এই অনুষ্ঠানের উপস্থিত অতিথিবৃন্দ ও উপস্থাপিত ব্যক্তিদ্বয়ের বক্তব্য বিশেষ করে তাদের শিক্ষা, কর্ম ও অনুপ্রেরণা আগ্রহ নিয়ে শুনেন। অনুষ্ঠানটিতে সভাপতির আসন গ্রহণ করেন ভিআইএফের এর পরিচালক ও সভাপতি শহীদ খন্দকার টুকু।