
মন্ট্রিয়ল কানাডায় গত সপ্তাহে লায়ন্স ক্লাবের উদ্যোগে আন্তর্জাতিক সম্মেলন ২০২২ এর আয়োজন করে। শতাধিক দেশের লায়ন সদস্যরা এই সম্মেলনে অংশ নেন। এটি একটি মাল্টিকালচারাল অনুষ্ঠান যা মন্ট্রিয়লকে একটি নতুন চেহারা দিয়েছে, সম্মেলনটি ছিল ২৪ জুন থেকে ২৮ জুন পর্যন্ত।
সেন্ট ক্যাথরিন বলিভারড শহরের অন্যান্য অংশ সজ্জিত করা হয়েছিল লায়ন সদস্যদের জন্য, তারা সারা বিশ্ব থেকে এসেছিল। স্থানীয় এবং আন্তর্জাতিক মানুষদের সম্মিলনে একটি সুন্দর অনুষ্ঠান উপভোগ করেছে সবাই।
ডিস্ট্রিক্ট এ ৭১১ ক্যাবিনেট কর্মকর্তা ও গভর্নর স্যান্ডি টিসি বাংলাদেশ লায়ন্স ক্লাবের সাথে ছবি তোলেন। এসময় অ্যান, জুলিয়ান, ডেভিড, ক্যারল, টিসিবি সভাপতি এইম মুজিব, ট্রেজার রেজাউল হক, সিরাজ, নাইমা প্রমুখ উপস্থিত ছিলেন। পরের বছর সম্মেলনের আয়োজক হবে যুক্তরাষ্ট্রের বোস্টন।