
২০০৪ সালে কয়েকজন আড্ডাবাজ বাঙালির চিন্তার ফসল টরন্টো সংস্কৃতি সংস্থা (টিএসএস)।
কফির আড্ডায় নষ্টালজিক মনের গান-কবিতা-নৃত্যকে তুলে এনে এই প্রবাসে উপস্থাপন করা এবং এখানকার বাঙালী প্রজন্মকে বাংলা সংস্কৃতির সাথে পরিচয় করার লক্ষ্য টিএসএস সেই থেকে আয়োজন করছে বার্ষিক পারফর্মিং আর্ট উৎসব ।
অনুষ্ঠানের মান, সময়ানুবর্তীতা, সকল বয়সীদের জন্যে নান্দনিক উপভোগ্য বিষয়ভিত্তিক অনুষ্ঠানাদির কারণে এখন বৃহত্তর টরন্টোর বাঙালিদের একটি অন্যতম সাংস্কৃতিক উৎসবে পরিণত হয়েছে ফিবছরের এই উৎসব।
করোনা মহামারীর কারণে গত দুইবছর ভার্চুয়াল উৎসব হলেও এবছর আবার মঞ্চে ফিরে এসেছে উৎসব।
আসছে জুলাই ১৬, ২০২২ শনিবার বিকেল ৪টা থেকে রাত ১১.৫০ পর্যন্ত টরন্টো প্যাভিলিয়নে ( 190 Railside Road, North York) বর্ণিল এই উৎসব অনুষ্ঠিত হবে।
টরন্টো সংস্কৃতি সংস্থা (টিএসএস)-র এই বার্ষিক পারফর্মিং আর্ট উৎসব ২০২২ টিকেট এর জন্যে যোগাযোগ করুন।