শনিবার, এপ্রিল ২০, ২০২৪
5.1 C
Toronto

Latest Posts

গ্রাউন্ডেড রুশ উড়োজাহাজের বিপুল অংকের পার্কিং বিল বকেয়া

- Advertisement -
ফাইল ছবি

টরন্টো পিয়ারসন বিমানবন্দরে গত ফেব্রুয়ারিতে থেকে গ্রাউন্ডেড রুশ উড়োজাহাজের কাছে পার্কিং বিল বাবদ বিপুল অংকের অর্থ পাওনা হয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষের। কানাডা সরকার উড়োজাহাজের জন্য আকাশপথ বন্ধ করে দেওয়ার পর ২৭ ফেব্রুয়ারি থেকে ভোলগা-ডিনেপারের মালিকানাধীন কার্গো উড়োজাহাজটি গ্রাউন্ডেড অবস্থায় আছে।

রাশিয়ার উড়োজাহাজের কানাডার আকাশপথ ব্যবহারে নিষেধাজ্ঞার আদেশ এখনও বহাল রয়েছে। এর অর্থ হচ্ছে উড়োজাহাজটি এখনও কানাডা ছেড়ে যাওয়ার অনুমতি পায়নি।

- Advertisement -

টরন্টো পিয়ারসন বিমানবন্দর পরিচালনাকারী গ্রেটার টরন্টো এয়ারপোর্ট অথরিটির (জিটিএএ) তথ্য অনুযায়ী, পার্কিং বাবদ উড়োজাহাজটির মালিকের নামের পাশে মিনিটে ৭৪ সেন্ট করে করে বিল জমা হচ্ছে। জিটিএএর মুখপাত্র রায়ান হোয়াইট সিটিভি নিউজ টরন্টোকে বলেন, অংক কষা থেকে মুক্তি দিতে গেলে বলতে হয় প্রতি ২৪ ঘণ্টায় উড়োজাহাজটির পার্কিং বাবদ বিল জমা হচ্ছে ১ হাজার ৬৫ ডলার ৬০ সেন্ট।

উড়োজাহাজটি ৮৮ দিন ধরে টরন্টো পিয়ারসন বিমানবন্দরে পার্কিং করা অবস্থায় আাছে, যার অর্থ কর বাদেই এর মালিককে জরিমানা গুনতে হবে ৯৩ হাজার ডলার। হোয়াইট বলেন, ফির বিষয়ে এর বেশি মন্তব্য তিনি করবেন না। অথবা এয়ারলাইনটি বরাবর ইনভয়েস পাঠানো হবে কিনা সে ব্যাপারেও মন্তব্য করতে চাই না।

আন্তোনভ আন-২৪ নামের কার্গো উড়োজাহাজটি গত ফেব্রুয়ারিতে চীন থেকে কানাডায় পৌঁছায়। কানাডায় পৌঁছানোর কিছুক্ষণ পরই উড়োজাহাজটির টরন্টো ত্যাগের পরিকল্পনা ছিল। কিন্তু ফ্লাইটটি বাতিল হয়ে যায়।

ট্রান্সপোর্ট কানাডা বলছে, কানাডার আকাশসীমায় রাশিয়ার বিমানের উড্ডয়ন নিষিদ্ধ থাকায় উড়োজাহাজটি ছেড়ে যেতে পারছে না। সিটিভি নিউজ টরন্টোকে বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে ট্রান্সপোর্ট কানাডা বলেছে, উড়োজাহাজটিকে ছেড়ে দেওয়ার কোনো পরিকল্পনা তাদের নেই। নোটাম এখনও কার্যকর আছে এবং তা পরিবর্তন বা সংশোধনের কোনো পরিকল্পনা এই মুহূর্তে নেই। নোটাম বলবৎ থাকার বিষয়টি রুশ কর্তৃপক্ষকে জানিয়েছে ট্রান্সপোর্ট কানাডা।

 

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.