
গত ২৮ মে শনিবার আবাকান (এসোসিয়েশন অব বাংলাদেশী এগ্রিকালচারিস্টস্ ইন কানাডা) ৩০০০ ডেনফোর্থের ‘গোল্ডেন এজ সেন্টারে’ টরন্টোবাসী প্রায় ১০০ জন বাগানীদের মধ্যে বিনামূল্যে বাংলাদেশী সব্জীর (এথনিক ভেজিটেবলস, যেমন-লাউ, সীম, বেগুন, মরিচ, টমেটো ইত্যাদি) উন্নত জাতের চারা বিতরণ করেছে।
আবাকান এর সভাপতি ড. শরীফ আসাদুজ্জামান মিলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাশমত আরা চৌধুরী (জুঁই) এর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওন্টারিও প্রাদেশিক পরিষদে স্কারবোরো সাউথওয়েস্ট থেকে প্রথম বাংলাদেশী নির্বাচিত এমপিপি ডলি বেগম। আবাকান এর সাবেক সভাপতি গোলাম মোস্তফা স্বাগত বক্তব্যের মাধ্যমে আমন্ত্রিত অতিথি, কৃষি বিশেষজ্ঞ, কৃষিবিদ, বাগানীদের অংশ গ্রহনের জন্য এবং বিনামূল্যে চারা বিতরণ কার্যক্রম গ্রহনের জন্য আবাকান কার্যকরী কমিটিকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে টব, পট, বেকইয়ার্ড, কমিউনিটি প্লট ও সিটি প্লটে ভালভাবে ও সফলভাবে এই প্রবাসে বাংলাদেশী জাতের শাক সবজি চাষের জন্য কম্পোস্ট তৈরী, উহার ব্যবহার পদ্ধতি, টব/পট প্রস্তুতি, আন্তঃ পরিচর্যা ইত্যাদি বিষয়ে বক্তব্য দেন ডঃ মোহাম্মদ আলি, কামাল মোস্তফা হিমু ও গোলাম আজম চৌধুরী।
কমিনিটিতে এথনিক ভেজিটেবলস্ উৎপাদনে উৎসাহ প্রদানের জন্য আবাকানের এই ধরণের উদ্যোগকে প্রশংসা করে ও সহায়তা প্রদানের আশ্বাস দিয়ে বক্তব্য রাখেন কৃষিবিদ ডঃ মাহবুব রেজা, কৃষিবিদ ফায়েজুল করিম ও ব্যারিষ্টার আরিফ ইমতিয়াজ।
শৃঙ্খলা বজায় রেখে পূর্বে রেজিস্ট্রিকৃত প্রায় একশত উৎসাহী বাগানীদের মাঝে চারা বিতরণে করেন আবাকানের কার্যকরী কমিটির –
শরীফ আসাদুজ্জামান মিলু, হাশমত আরা চোধুরী (জুঁই), সহ-সাধারণ সম্পাদক- জাকারিয়া মোহাম্মদ মঈন উদ্দিন (জুয়েল),
কোষাধ্যক্ষ – ফরিদ আহমেদ, প্রকাশনা এবং যোগাযোগ সম্পাদক- ডঃ মোঃ জিয়াউল হক, সাংস্কৃতিক সম্পাদক- সোমা চৌধুরী ও
সদস্য সাহেদা আজমী (আরজু), মোঃ আজিজুর রহমান রিপন ও কাজী জাকির আহসান। প্রেস বিজ্ঞপ্তি।